পার্বত্য চট্টগ্রামে ‘পাকিস্তানি আগ্রাসন দিবস’ উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২০ আগস্ট ২০২৫
পার্বত্য চট্টগ্রামে পাকিস্তানি আগ্রাসন দিবস (২০ আগস্ট ১৯৪৭) উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে “অপারেশন উত্তরণের নামে চলমান সেনাশাসন ১৯৪৭-এর পাকিস্তানি আগ্রাসনেরই ধারাবাহিক রুপ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট ২০২৫) বেলা ২টায় ‘জাতীয় চেতনা উন্মেষ সংঘ’ এর ব্যানারে অনুষ্ঠিত আলোচনা সভায় সুমন্ত চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন এলাকার কার্বারী শান্তি রঞ্জন চাকমা, ইউপিডিএফ সংগঠক বিজগ খীসা ও বিকাশ চাকমা।
সভায় বক্তারা বলেন, আমাদের পার্বত্য চট্টগ্রামের অতীত ইতিহাস সম্পর্কে জানা থাকা দরকার। আমাদের আগামী প্রজন্মকেও আমাদের অতীত ইতিহাস সম্পর্কে ধারণা দেয়া দরকার। ১৯৪৭ সালে এই দিনে পাকিস্তানের বেলুচ রেজিমেন্ট পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র আগ্রাসন চালিয়ে পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের অংশ করে নেয়। তাই আজকের এই দিনটি পার্বত্য চট্টগ্রামের জন্য এক অভিশপ্ত দিন। সেই থেকে পার্বত্য চট্টগ্রামে আমরা আজ পর্যন্ত অন্যায়-অত্যাচার ও নিপিড়ন-নির্যাতনের শিকার হয়ে আসছি।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামকে এই নিপীড়ন, নির্যাতনের হাত থেকে মুক্ত করতে ছাত্র-যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমাদের পূর্ব পুরুষদের বীরত্বকে স্মরণ করে অতীত থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। যারা লোভে পড়ে শাসকগোষ্ঠীর দালাল-লেজুড় করে জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করতে হবে। জাতির এই ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধভাবে পূর্ণস্বায়ত্ত্বশাসনের আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।