পার্বত্য চট্টগ্রামে ‘র্যাব’ মোতায়েনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন জায়গায় মানববন্ধন
সিএইচটিনিউজ.কম

পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ ৭ মে বুধবার সকালে খাগড়াছড়ি ও রাঙামাটির ১২টি স্থানে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ার, পানছড়ি, মহালছড়ি, দীঘিনালা, গুইমারা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি এবং রাঙামাটি জেলার কুদুকছড়ি, কাউখালী, নান্যাচর, বাঘাইছড়ি ও সাজেকে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
খাগড়াছড়ি জেলা:
খাগড়াছড়ি সদর: পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়িতে মানববন্ধন করেছে।
‘আইন শৃংখলার নামে পাহাড়ে রাষ্ট্রীয় সংস্থার ক্রস ফায়ার-চাঁদাবাজি-অপহরণ-গ্রেফতার বাণিজ্য সম্প্রসারণের বিরুদ্ধে পাহাড়ি-বাঙালি এক হও’ শ্লোগানে বুধবার সকাল ১০টায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি সদর উপজেলা ইউনিটের সংগঠক চরণসিং তঞ্চঙ্গ্যা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক বিজয় চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিশুক চাকমা ও যুব ফোরামের খাগড়াছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলোবরণ চাকমা প্রমুখ।
মানববন্ধনে ‘র্যাব মোতায়েন=ক্রস ফায়ার-অপহরণ বাণিজ্য সম্প্রসারণ’; ‘রাষ্ট্রীয় খুনী সংস্থা র্যাব বাতিল কর’ ; র্যাব মোতায়েন, ‘পার্বত্য চুক্তি’ বাস্তবায়ন???’ ইত্যাদি শ্লোগান লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী সহ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে র্যাব একটি খুনী বাহিনীতে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বিপুল সংখ্যক সেনা মোতায়েন থাকা সত্ত্বেও সরকার এই রাষ্ট্রীয় খুনী বাহিনীকে পার্বত্য চট্টগ্রামে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। পার্বত্য চট্টগ্রামে এই খুনী বাহিনীকে মোতায়েন করা হলে সমতলের ন্যায় এখানেও খুন-গুম-ক্রসফায়ার ও নিপীড়ন-নির্যাতনের মাত্রা আরো বহুগুণে বৃদ্ধি পাবে। তাই র্যাব মোতায়েনের সরকারী সিদ্ধান্ত পার্বত্য চট্টগ্রামের জনগণের জন্য অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে।
বক্তারা আরো বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জে এক প্যানেল মেয়রসহ ৭ জনকে খুনের ঘটনায় র্যাব জড়িত রয়েছে। এছাড়া চট্টগ্রামে মাজার লুট থেকে শুরু করে প্রতিনিয়ত যে খুন, গুম, অপহরণ ও ক্রসফায়ারের নামে বিনা বিচারে মানুষ হত্যার ঘটনা ঘটছে এসবের সাথে র্যাব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে। যার ফলে র্যাব এখন রাষ্ট্রীয় খুনী সংস্থায় পরিণত হয়েছে। ইতমধ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায় র্যাব বিলুপ্ত করারও প্রস্তাব দিয়েছে।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ন্যায্য আন্দোলনকে বলপূর্বক দমনের লক্ষ্যে সরকার এখানে র্যাব মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত পাহাড়ি জনগণ কিছুতেই মেনে নেবে না। এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সরকারি সিদ্ধান্ত বাতিল, নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় জড়িত র্যাব সদস্য ও কর্মকর্তার বিচার, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে খুন-গুম,ক্রস ফায়ারের নামে বিনা বিচারে মানুষ হত্যা ও নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন।
মহালছড়ি: ‘সরকারের জাতিসত্তা ধ্বংসের চক্রান্ত, প্রতিবাদ প্রতিরোধে এগিয়ে আসুন’ এই শ্লোগানে পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে খাগড়াছড়ির মহালছড়িতে মানববন্ধন করেছে গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ। সকাল ১০টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মহালছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিদর্শন খীসা, পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার সভাপতি তপন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি কলেজ শাখার সাবেক সভাপতি তনয় চাকমা।
পানছড়ি: গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে খাগড়াছড়ির পানছড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে ক্রস ফায়ারের হোলি খেলা দেখতে প্রস্তুত নই শ্লোগানে সকাল সাড়ে ৯টায় পানছড়ি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি বরুণ বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক বিবর্তন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সভাপতি রূপায়ন চাকমা প্রমুখ। বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
দীঘিনালা: পার্বত্য চট্টগ্রামে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) মোতায়নের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণতান্ত্রিক যুব ফোরাম, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশন দীঘিনালায় মানববন্ধন করেছে। মানব বন্ধন শেষে পাহাড়ি ছাত্র পরিষদ দীঘিনালা থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরেশ চাকমার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জহেল চাকমার সঞ্চালনায় লারমা স্কোয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা র্যাবকে রাষ্ট্রীয় খুনি সংস্থা, জল্লাদ বাহিনী আখ্যায়িত করে পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনকে অশনি সংকেত বলে উল্লেখ করেন।
সমাবেশে সরাদেশে র্যাবের বিভিন্ন মানবতা বিরোধী ঘৃণ্য এবং জঘন্য কার্যক্রমের চিত্র তুলে ধরে সরকারের পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানানো হয়। সরকার তার সিদ্ধান্ত বাতিল না করলে বক্তারা কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
মানববন্ধও সমাবেশে ‘র্যাব মোতায়েন! পার্বত্য চুক্তি বাস্তবায়ন???’; ‘র্যাব মোতায়েন= ক্রয় ফায়ার- অপহরণ বাণিজ্য সম্প্রসারণ’; ‘রাষ্ট্রীয় খুনি সংস্থা র্যাব বাতিল কর’ শ্লোগান লেখা প্লেকার্ড গলায় ঝুলিয়ে বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপিডিএফ উপজেলা সংগঠক এবং গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কিশোর চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ দীঘিনালা ডিগ্রী কলেজ শাখার সভাপতি রূপেশ চাকমা প্রমুখ।
গুইমারা: পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনে সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে খাগড়াছড়ির গুইমারায় মানববন্ধন করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। বুধবার সকাল সাড়ে ৯টায় গুইমারা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাংগা উপজেলা শাখার সভাপতি শান্তিময় চাকমার সভাপতিত্বে ও অমল ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সর্বানন্দ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় সরকারী কলেজ শাখার সভাপতি শুভ চাকমা প্রমুখ।

মানিকছড়ি: ‘আইন শৃঙ্খলার নামে পাহাড়ে রাষ্ট্রীয় সংস্থার ক্রস ফায়ার-চাঁদাবাজি-অপহরণ-গ্রেফতার বাণিজ্য সম্প্রসারণের বিরুদ্ধে পাহাড়ি-বাঙালি এক হও’ শ্লোগানে পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
বুধবার সকাল ১০টায় উপজেলার ধর্মঘর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র উপজেলা সংগঠক এসটিঅং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য আপ্রু মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের চিত্র চাকমা। গণতান্ত্রিক যুব ফোরামের সুদীপ্ত ত্রিপুরা এতে উপস্থাপনা করেন।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের মতামত উপেক্ষা করে সরকার র্যাব মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে খুন-গুম-অপহরণসহ নানা অপকর্মের কারণে বিভিন্ন মানবাধিকার সংস্থা ইতিমধ্যে র্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে। সেই র্যাবকে পার্বত্য চট্টগ্রামে মোতায়েন করে সরকার পাহাড়িদের ন্যায্য আন্দোলনকে বলপূর্বক দমনের পাঁয়তারা করছে। বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করার দাবি করেন।
লক্ষ্মীছড়ি: ‘পাহাড়ে রাষ্ট্রীয় খুনী লেলিয়ে দেয়ার বিরুদ্ধে সোচ্চার হোন এই শ্লোগানে’ সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাদ্রী চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা। মানববন্ধনে ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েন করা হলে সমতলের ন্যায় খুন-খারাবি বৃদ্ধি পাবে। নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে যেভাবে র্যাব সদস্যরা খুন-খারাবি-অপহরণ-গুম চালিয়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে মোতায়েন করা হলে এর মাত্রা আরো বৃদ্ধি পাবে। তাই অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সিদ্ধান্ত বাতিলের দাবি করেন তারা।
রাঙামাটি জেলা:
কুদুকছড়ি: ‘আইন শৃংখলা রক্ষার নামে রাষ্ট্রীয় সংস্থার চাঁদাবাজি, অপহরণ বাণিজ্য বরদাস্ত করবে না’ এই আহ্বানে পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাঙামাটির কুদুকছড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে বুধবার সকাল ১০টায় কুদুকছড়ি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক সুপ্রীম চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শান্তি প্রভা চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে খুন-গুম-অপহরণসহ নানা অপকর্মের কারণে র্যাব ইতিমধ্যে বিতর্কিত হয়ে পড়েছে। পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় খুনী সংস্থা র্যাব মোতায়েন করা হলে এখানকার জনগণের নিরাপত্তা চরমভাবে বিঘিœত হবে। বক্তারা অনতিবিলম্বে র্যাব মোতায়েনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি করেন।
নান্যাচর: পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনে সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের ব্যানারে রাঙামাটির নান্যাচর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘আইন শৃঙ্খলার নামে পাহাড়ে রাষ্ট্রীয় সংস্থার ক্রস ফায়ার-চাঁদাবাজি-অপহরণ-গ্রেফতার বাণিজ্য সম্প্রসারণের বিরুদ্ধে পাহাড়ি-বাঙালি এক হও’ শ্লোগানে বুধবার সকাল ১০টায় উপজেলা রেস্ট হাউজ মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের নান্যাচর থানা শাখার আহ্বায়ক হিরা তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রণ বিকাশ চাকমা, সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমর জীবন চাকমা, নান্যাচর সদর ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ চাকমা প্রমুখ। মানববন্ধনে তিন শতাধিক লোক অংশগ্রহণ করেন।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনে সিদ্ধান্তের জন্য সরকারের তীব্র সমালোচনা করেন। তারা প্রশ্ন রেখে বলেন, পার্বত্য চুক্তিতে কি র্যাব মোতায়েনের কথা লেখা রয়েছে? যদি তাই না হয় তাহলে এত সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও কেন র্যাব মোতায়েন করা হচ্ছে?
বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সিদ্ধান্ত বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
কাউখালী: ‘পাহাড়ে রাষ্ট্রীয় খুনী লেলিয়ে দেয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এই শ্লোগানে শ্লোগানে পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সরকারী সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাঙামাটির কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টায় কাউখালী উপজেলা সদরের কৃষি ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী থানা শাখার সভাপতি কংচাই মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রূপন মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী থানা শাখার সভাপতি মেমোরি চাকমা।
বক্তারা পার্বত্য চট্টগ্রামের সরকারী দমন-পীড়ন বন্ধের লক্ষ্যে র্যাব মোতায়েনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

বাঘইছড়ি: পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার করঙাতলী বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি চিক্কোধন চাকমা ও সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চাকমা। মানববন্ধনে তিন সংগঠনের স্থানীয় নেতা-কর্মীসহ ১৫০ জনের অধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সিদ্ধান্ত সরকারের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এখানে র্যাব মোতায়েন করা হলে খুন-খারাবি সহ নিপীড়ন-নির্যাতন বেড়ে যাবে। বক্তারা অবিলম্বে র্যাব মোতায়েনের সিদ্ধান্ত বাতিলের দাবি করেন। অন্যথায় আবারো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।
সাজেক: বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজো বাজারে সকাল সাড়ে ৯টায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাজেক নারী সমাজ ও সাজেক ভূমি রক্ষা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাজেক ভূমি রক্ষা কমিটি সভাপতি জ্ঞানেন্দু চাকমা, সদস্য বিমল কান্তি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক শাখার সভাপতি সুপন চাকমা।
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।