‘সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’

পার্বত্য চট্টগ্রামে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিন ক্লাস বর্জনের আহ্বান

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

সম্প্রতি দীঘিনালা-খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘটিত সাম্প্রদায়িক হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠন ও পূর্বঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ৩ দিন (০১ অক্টোবর থেকে ০৩ অক্টোবর ২০২৪) তিন পার্বত্য জেলায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন-এর ফেসবুক পেজে দেয়া এক বিশেষ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি নিউজিল্যান্ড এলাকায় মো: মামুন নামে এক চোর নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ১৯ সেপ্টেম্বর দিঘিনালায় সেনাবাহিনীর মদদে সেটেলার বাঙালিরা পাহাড়িদের ঘর-বাড়ি, দোকানপাট পুড়িয়ে দেয়। এ ঘটনায় ধন রঞ্জন চাকমা মারা যান। এরপর রাতে খাগড়াছড়ি সদর নারানখাইয়া ও স্বনির্ভর এলাকার জনগণ ওই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে প্রতিবাদ করলে সেনাবাহিনী তাদের উপর নির্বিচারে গুলি চালায়। সাথে সাথে সেই জায়গায় জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা মৃত্যুবরণ করেন।

তারপরের দিন ২০ সেপ্টেম্বর দীঘিনালায় পাহাড়িদের ঘর-বাড়ি, দোকানপাটে আগুন দেওয়ার প্রতিবাদে ও উপরিউক্ত তিনজনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে “সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন” এর ডাকে শিক্ষার্থীরা রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল হলে  সেটেলাররা অনিক চাকমাকে পিটিয়ে মেরে ফেলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের পক্ষ থেকে তড়িঘড়ি করে ঘটনাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে পক্ষপাতদুষ্ট লোকদের দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

বিবৃতিতে তারা বলেন, হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠন ও আমাদের পূর্বঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ৩ দিন (০১-১০-২০২৪ থেকে ০৩-১০-২০২৪) তিন পার্বত্য জেলায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ক্লাস বর্জনের জন্য আহ্বান করা যাচ্ছে।

এতে তারা শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, আমাদের এ যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন।

এছাড়া আজকে বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি থেকেও তারা এই আহ্বান জানিয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More