পার্বত্য চট্টগ্রামে সেনা অপারেশন বন্ধে হস্তক্ষেপ করতে ইইউকে চিঠি

0
সংগৃহিত ছবি


আন্তর্জাতিক ডেস্ক, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

পার্বত্য চট্টগ্রামে চলমান সেনা অপারেশন বন্ধ করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাতে ঢাকাস্থ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের কাছে চিঠি পাঠিয়েছে গ্লোবাল এসোসিয়েশন ফর ইন্ডিজেনাস পিপলস অব দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস (জিএআইপিসিএইচটি)।

গত ২৮ জুন লেখা চিঠিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই সংগঠনটি জানায়, গত ১৯ জুন থেকে পার্বত্য চট্টগ্রামের ১০টি উপজেলার ৬৮টি গ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক অপারেশন চালাচ্ছে। এ সময় কমপক্ষে ২৩ জন আদিবাসীকে গ্রেফতার করা হয়েছে, স্কুল দখল করে শিশুদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে এবং নারীদের যৌন হেনস্তা করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোন সশস্ত্র বিদ্রোহ নেই। সশস্ত্র রোহিঙ্গ্যা সংগঠনগুলোকে সহায়তা দেয়ার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এইসব সেনা অপারেশন চালানো হচ্ছে।

উক্ত চিঠিতে সেনা অপারেশনের বিস্তারিত বর্ণনা তুলে ধরে কতিপয় পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রদূতদের কাছে আহ্বান জানানো হয়।

এর মধ্যে রয়েছে কূটনীতিকদের একটি প্রতিনিধি দল পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় প্রেরণ করে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের বর্ণনা শোনা; চলমান অপারেশন বন্ধ করতে ও মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত ও জড়িত সেনা সদস্যদের বিচার, গ্রেফতারকৃতদের মুক্তি এবং বাংলাদেশ রাষ্ট্র ও রাষ্ট্রবহির্ভুত সংগঠন কর্তৃক সশস্ত্র রোহিঙ্গ্যা গ্রুপগুলোকে সহযোগিতা প্রদানের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের যাতে ক্ষতির শিকার করা না হয় তা নিশ্চিত করতে ইউনূস সরকারকে অনুরোধ জানানো।

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, স্পেন, সুইডেন, ফ্যান্স, জার্মানিসহ ইউভুক্ত ৩২টি দেশের রাষ্ট্রদূত ও ইইউর ডেলিগেশন প্রধানের কাছে উক্ত চিঠি দেয়া হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More