পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবি পানছড়ি ছাত্র জনতার

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবি করে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা।
আজ ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার সকাল ১১টায় ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে পানছড়ির ছাত্র-জনতা মণিপুর বনবিহার গেইট থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বরকলক এলাকা ঘুরে আবার মণিপুর চৌরস্তায় এসে সেখানে সমাাবেশে মিলিত হয়।
সমাবেশে কলেজ শিক্ষার্থী বাবলু চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী সুইটি চাকমা ও প্রিয়ন্তি চাকমা।
সভাপতি সুইটি চাকমা বলেন, অসৎ উদ্দেশ্যে সন্তু লারমার মতো ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগীদেরকে এখনও আঞ্চলিক পরিষদে বহাল রাখা হয়েছে। তিনি বলেন, মুলত আঞ্চলিক পরিষদে অযোগ্য ব্যাক্তিদের বহাল রাখার উদ্দেশ্য হলো পাহাড়ে ফ্যাসিজম বহাল রাখা, তাকে উৎসাহিত করা, যেন পাহাড় সব সময় অশান্ত থাকে। আঞ্চলিক পরিষদ গত ২৫-২৬ বছরে কি কাজ করছে? তার জবাব আমরা তরুণরা, শিক্ষর্থীরা জানতে চাই।
তিনি আরো বলেন, অভ্যুত্থানের পর দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা, বিশ্ববিদ্যালয়ের ভিসিরা, উচ্চ আদালতের বিচারকরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, মান সম্মান বাঁচাতে সন্তু বাবুদেরও তাই করা উচিত।

সুইটি চাকমা বলেন, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান-সদস্যদের দায়িত্বকাল ৫ বছর হলেও তারা দীর্ঘ ২৫-২৬ বছর ধরে বহাল রয়েছেন। তাদেরকে প্রতি ৫ বছর পরপর সরকার পুনঃ নিয়োগ দিয়েছে বলে আমরা শুনিনি, সংবাদ মাধ্যমেও এ বিষয়ে কোন খবর বের হয়নি। কাজেই সন্তু বাবুরা সম্পূর্ণ অবৈধভাবে আঞ্চলিক পরিষদে বসে আসেন। তাই আমরা এই আঞ্চলিক পরিষদকে পুনর্গঠনের দাবি জানাচ্ছি।
শিক্ষার্থী প্রিয়ন্তি চাকমা বলেন, আঞ্চলিক পরিষদে যে বরাদ্দ দেওয়া হয় সে টাকা কোথায় কিভাবে খরচ করা হয় আমরা জানতে চাই। কারণ এই টাকা সাধারণ জণগণের ট্যাক্সের টাকা। এত বছর ধরে সাধারণ জণগণ আঞ্চলিক পরিষদ থেকে উন্নয়নমূলক কিছুই পাইনি কেন? আমরা অবিলম্বে সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।