পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন প্রত্যাহার, অন্তর্বর্তীকালীন সরকারে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দলের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের অধীনে পরিচালিত সকল হত্যাকাণ্ডের বিচার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ আগষ্ট ২০২৪) সকাল ১০টায় ‘ছাত্র-জনতার জোট, মানিকছড়ি’-এর ব্যানারে মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রি কলেজ গেটের ধর্মঘর থেকে মিছিল শুরু হয়ে মানিকছড়ি বাজার ঘুরে এসে আবারো ধর্মঘরে এসে গণসমাবেশে মিলিত হয়। এতে এক হাজারের অধিক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।
সমাবেশে ক্যহ্লাচিং মারমার সভাপতিত্বে ও অংহ্লাচিং মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন অংসালা মারমা, উজাই রোয়াজা ও কংজ মারমা।

সমাবেশে ক্যহ্লাচিং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের যুগ যুগ ধরে সেনাশাসন জারি রেখে অন্যায় দমন-পীড়ন, গ্রেফতার, নেতাকর্মী খুন, গুম, অপহরণ করা হয়েছে। তিনি সকল রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি জানান।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ঠ্যাঙ্যাড়ে বাহিনী গঠন করে অনেক সম্ভাবনাময়ী নেতাকর্মীকে হত্যা করেছে। অবিলম্বে এই ঠ্যাঙ্যারে (নব্যমুখোশ) বাহিনী ভেঙে দিতে হবে। আগামী ২৪ ঘন্টা মধ্যে ঠ্যাঙ্যাড়ে বাহিনী ভেঙে না দিলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ক্যাহ্লাচিং মারমা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার, ফ্যাসিস্ট সরকারের অধীনে পরিচালিত সকল হত্যাকাণ্ডের বিচার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানান।
সমাবেশ থেকে তিনি পার্বত্য চট্টগ্রামে প্রকৃত গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।

সমাবেশে অংসালা মারমা বলেন, সরকার দীর্ঘ বছর ধরে পার্বত্য চট্টগ্রামের সেনাশাসন জারি রেখেছে। আওয়ামী লীগ সরকারের পতন হলেও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিসত্তার ভাগ্য পরিবর্তন হবে কিনা তা নিয়ে এখনো আমরা জানি না। তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জাতিসত্তার অধিকারের প্রতি নজর দেওয়ার আহবান জানান ।
উজাই রোয়াজা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের অধিকার রক্ষার জন্য যুব সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীতে ও অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।
কংজ মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণ অধিকার আদায়ের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। অধিকার না হওয়া পর্যন্ত জনগণকে এ সংগ্রামে সামিল হতে হবে।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।