পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘন্টার অবরোধ চলছে

রাঙামাটির সাপছড়ি এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে পিকেটাররা।
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটি শহরে সেনা-সেটলার কর্তৃক পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলা, দোকান-ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এবং গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকে তিন পার্বত্য জেলায় ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৪) ঢাকায় পাহাড়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ থেকে এই অবরোধ কর্মসূচির ঘোষণা করা হয়। ইউপিডিএফ এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।

অবরোধের সমর্থনে খাগড়াছড়ির রামগড়ে খাগড়াছড়ি-ঢাকা সড়কে টায়ার জ্বালায় পিকেটাররা
অবরোধের সমর্থনে আজ ২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার সকাল ৬টা থেকে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে ১ম দিনের অবরোধ কর্মসূচি পালন করছে।
অবরোধের কারণে দুরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

অবরোধের সমর্থনে রাঙামাটির সাজেকে পর্যটন সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে পিকেটাররা

বাঘাইছড়ির মারিশ্যা ১০ কিলো এলাকায় সড়কে আগুন দিয়ে পিকেটিং

রাঙামাটির কুদুকছড়িতে সড়কে আগুন জ্বালিয়ে পিকেটিং করছে পিকেটাররা

খাগড়াছড়ির পানছড়িতে সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং

অবরোধের সমর্থনে সাজেকের মাচলঙে সড়কে আগুন জ্বালিয়ে পিকেটিং করছে পিকেটাররা
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।