পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী থানা শাখার কাউন্সিল সম্পন্ন
বক্তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তথাকথিত জাতীয় রাজনৈতিক দলের লেজুরবৃত্তি, দালালি পরিহার করে পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত-নির্যাতিত জুম্ম জাতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউপিডিএফের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, ছাত্র সমাজ ও নারী সমাজকে বিপথে পরিচালিত করে আন্দোলন বিমূখ করার জন্য শাসকগোষ্ঠি নানা চক্রান্ত্ম চালিয়ে যাচ্ছে। এসব চক্রান্ত বিষয়ে সজাগ ও সতর্ক থেকে সকল ধরনের নিপীড়ন-নির্যাতন বিরদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার জন্য বক্তারা ছাত্র ও নারী সমাজের প্রতি আহ্বান জানান।