পাহাড়ি নারীকে ধর্ষণের প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
পাহাড়ি নারীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
আজ শুক্রবার (২৩ আগষ্ট ২০২৪) দুপুর ২.০০ টার সময় রামগড়-ঢাকা সড়কের নাকাপা বাজারে সড়কের ওপর এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সভাপতি লিটন চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক তৈমাং ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নয়ন চাকমা।
বক্তারা পাহাড়ি নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, গতকাল (২২ আগস্ট) রাত ১১টার সময় ৮/১০ জন সেটলার বাঙালির একটি দল রামগড়ের পাতাছড়া ইউনিয়নের তালতলী এলাকায় এক পাহাড়ি নারী (গৃহবধু) ও তার কিশোরী মেয়ের ওপর আক্রমণ চালায়। এ সময় ওই নারী ও তার মেয়ে পালিয়ে গেলে সেটলাররা তাদের পিছন ধাওয়া করে এবং পিলাক খালের পার থেকে ওই গৃহবধুকে ধরে নিয়ে মো. ইউসুফ ও আরেকজন মিলে তাকে ধর্ষণ করে। কিন্তু এ ঘটনায় জড়িতদের প্রশাসন এখনো গ্রেফতার করেনি।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে এ যাবত অসংখ্য পাহাড়ি নারী ধর্ষণের শিকার হয়েছেন। কিন্তু এসব ঘটনার কোন সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। ফলে অপরাধীরা বার বার এ ধরনের ঘটনা সংঘটিত করতে সাহস পাচ্ছে।
তারা বলেন, সম্প্রতি ছাত্র-জনতার অভ্যূত্থানের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এর মাধ্যমে সমতলের মানুষ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হলেও পার্বত্য চট্টগ্রামের মানুষ এখনো নিপীড়ন-নির্যাতন থেকে মুক্ত হতে পারেনি। এখানে এখনো নিপীড়নমূলক সেনাশাসন এবং নারী নির্যাতন ও ভূমি বেদখল অব্যাহত রয়েছে।

বক্তারা বর্তমান অন্তবর্তী সরকারের প্রতি পার্বত্য চট্গ্রামে নিপীড়ন-নির্যাতন বন্ধের লক্ষ্যে সেনা শাসন তুলে নেয়ার আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা পাহাড়ি নারীকে ধর্ষণের সাথে জড়িত মো. ইউসুফসহ তার সহযোগীদের গ্রেফতারপূর্বক দৃষ্টিান্তমূলক শাস্তির দাবি জানান।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।