পাহাড়ি নারী বিদেশে পাচারকারী চক্রদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ০৮ জুলাই ২০২৪
পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি (জুম্ম) নারী বিদেশে পাচার রোধ এবং পাচারকারী চক্রদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ জুলাই ২০২৪) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে ‘সচেতন জুম্ম সমাজের’ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরলতার সুযোগ নিয়ে দরিদ্র পাহাড়ি পরিবারের কিশোরীদের বেশি বেতনের চাকরি, উন্নত জীবন-যাপনসহ নানা প্রলোভন দেখিয়ে চীনে পাচার করছে মানবপাচারকারীরা। আর এতে অবুঝ কিছু কিশোরী পাচারকারীদের প্রলোভনের খপ্পড়ে পড়ে নানা নিপীড়নের শিকার হচ্ছে। নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ চীন থেকে দেশে ফিরে আসতে পারলেও অনেকে আসতে পারছে না।
তারা আরও বলেন, সম্প্রতি পাচারের উদ্দেশে নেওয়া দুই দফায় ঢাকা থেকে খাগড়াছড়ি ও রাঙামাটির ৬ জন কিশোরীকে উদ্ধার করা হয়। পাচারের সঙ্গে জড়িত একজন চীনা নাগরিকসহ আরও ৫ জনকে আটক করে পুলিশ।
বক্তারা মানবপাচার বা নারী পাচার একটি জঘন্য অপরাধ উল্লেখ করে এই নারী পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাচারকারী চক্রের মূল হোতাদের গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক মধু মঙ্গল চাকমা, শেফালিকা ত্রিপুরা, ত্রিনা চাকমা, সুপাল চাকমা প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশেগ্রহণ করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।