পাহাড়ে সেনা-সেটলার কর্তৃক জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও রাঙামাটিতে সেনা-সেটলার কর্তৃক জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলা, গুলি করে খুন, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর ২৪) সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম ডিসি হিল থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক হয়ে প্রেসক্লাব, জামালখান মোড় প্রদক্ষিণ করে চেরাগি মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
এতে প্রায় ৭-৮ হাজার পাহাড়ি ছাত্র-জনতা অংশগ্রহণ করে।

সমাবেশে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন এর সমন্বয়ক রিপুল চাকমার সভাপতিত্বে ও শিক্ষার্থী সৌরভ চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা অমিত চাকমা, সুজন চাকমা, শ্রমিক নেতা দিশান তঞ্চঙ্গ্যা, নিখিল চাকমা, যুবনেতা শুভ চাক। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি মহাস্থবির, তংপং ম্রো, ধীমান চাকমা ও তরী চাকমা।
সমাবেশ থেকে বক্তারা জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলা ও সেনাবাহিনী কর্তৃক গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারী সেটলারদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনার দাবি করেন।

বক্তারা ২৪ ঘন্টার মধ্যে সেনাপ্রধানকে দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন এবং খাগড়াছড়িতে গুলি করা সেনাসদস্য ও কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি, পার্বত্য চুক্তি পূর্ণবাস্তবায়ন ও স্বস্ব জাতিসত্তার স্বীকৃতির দাবি জানান।
এছাড়াও সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে সড়ক ও নৌপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, পার্বত্য চট্টগ্রামে সেটলার বাঙালি কর্তৃক পরিচালিত সকল দোকানপাট, শপিংমল বর্জন, প্রত্যেক জেলা উপজেলায় বাজার বয়কট, পার্বত্য চট্টগ্রামের সকল অফিস আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ বয়কট ঘোষণা এবং পার্বত্য চট্টগ্রামের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।