পাহাড় ধসে নিহতদের স্মরণে ইউপিডিএফ’র ঘোষিত তিন দিনের শোক পালন কর্মসূচি শুরু

0

19184272_1078149212315597_118556854_n

নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটি ও বান্দরবানসহ দেশের বিভিন্নস্থানে পাহাড় ধসে নারী-শিশুসহ প্রায় দেড়শ’ লোকের প্রাণহানি, শত শত আহত ও ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ার ঘটনাকে স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয় উল্লেখ করে ঘোষিত তিন দিনের (১৫ জুন থেকে ১৭ জুন) শোক কর্মসূচি পালন করছে ইউপিডিএফ। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টায় খাগড়াছড়ি স্বনির্ভরস্থ ইউপিডিএফ কার্যালয়ে নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ, দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, লিফলেট বিলি ও গণ-কালোব্যাজ ধারণ কর্মসূচি শুরু হয়।

19191195_1078150222315496_511641865_n
গতকাল বুধবার (১৪ জুন) সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে ইউপিডিএফ উক্ত তিন দিনের কর্মসূচি ঘোষণা দেয়।

তিন দিনের কর্মসূচির মধ্যে আরো রয়েছে নিহতদের স্মরণে পার্টির সকল সদস্যের নিরামিষ ব্রত পালন ও শোকসভা আয়োজন।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে ইউপিডিএফ ও তার অংগসংগঠনসমূহের সকল ধরনের সাধারণ কর্মসূচিসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রম আপাতত সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।19206311_1078150235648828_395733064_n

সংবাদ মাধ্যমে পাঠানো উক্ত বিবৃতিতে ইউপিডিএফ-এর সভাপতি প্রসিত খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা পার্বত্য চট্টগ্রামসহ দেশবাসীকে এই শোক পালন কর্মসূচিতে সংহতি ও একাত্মতা প্রকাশের আন্তরিক আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে ইউপিডিএফ নেতৃদ্বয় তিন পার্বত্য জেলার সকল সংগঠন-সমিতি ও ব্যক্তিগণও যেন দুর্গতদের সাথে সংহতি ও সমবেদনা জানিয়ে সমস্ত ধরনের বিনোদনমূলক কর্মসূচি স্থগিত রাখেন, সে উদাত্ত আহ্বানও জানিয়েছেন।

উল্লেখ্য, নিম্নচাপের কারণে টানা প্রবল বৃষ্টিপাতের ফলে সোমবার মধ্য রাত মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার পর্যন্ত নারী-শিশুসহ প্রায় দেড় শ’ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো অনেকে নিঁখোজ রয়েছেন। এছাড়া এেতে শত শত আহত এবং ঘরবাড়ি ও সহায়-সম্পত্তির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

আরও পড়ুন:

>> পাহাড় ধসে শতাধিক প্রাণহানিতে ইউপিডিএফ-এর গভীর শোক প্রকাশ, ৩ দিনের জাতীয় শোক পালনের ঘোষণা
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More