পিসিপি’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার যৌথ কাউন্সিল সম্পন্ন
গ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১৯তম ও মহানগর শাখার ১৪তম কাউন্সিল যৌথভাবে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২৭ সদস্য বিশিষ্ট ও মহানগর শাখার ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৩) কাউন্সিলের ১ম অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় মুক্তি কাউন্সিল (পূর্ব-৩) সভাপতি এ্যাডভোকেট ভুলন ভৌমিক এবং দলীয় পতাকা উত্তোলন করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা।
কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সোহেল চাকমার সভাপতিত্বে এবং সদস্য সচিব রোনাল চাকমার সঞ্চালনায় শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য ভুবন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমা।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল (পূর্ব-৩)-এর সভাপতি এ্যাডভোকেট ভুলন ভৌমিক, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম নগর ভারপ্রাপ্ত সভাপতি শুভ চাক, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী দয়াসোনা চাকমা। কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট(মার্কসবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ প্রগতিশীল জাতীয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধক এ্যাডভোকেট ভুলন ভৌমিক বলেন, ‘দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় ধরে পার্বত্য চট্টগ্রাম সেনাশাসনের নিয়ন্ত্রাধীন রয়েছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জাতিসত্তাগুলোর মৌলিক অধিকার কেড়ে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে প্রতিনিয়ত সেনা নজরদারি, উচ্ছেদ-আতঙ্ক, গ্রেফতারি পরোয়ানা ও বন্ধুক যুদ্ধের নামে পাহাড়ি হত্যা করা হচ্ছে ; সম্প্রতি পাহাড়িদের উচ্ছেদ করে, পরিবেশ ধ্বংস করে সীমান্ত সড়ক নির্মাণ কাজ করছে সেনা কর্পোরেট প্রতিষ্ঠান ইসিবি। দেশে পরিবেশ বিরোধী গাছ-বাঁশ বনজের মতন মূল্যবান সম্পদ আহরণ ,পাথর উত্তোলন, ইটভাটা, ঠিকাদারি ব্যবসার সাথে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সরাসরি জড়িত যাঁরা ‘জেনারেল টিম্বার‘ও নামে পরিচিত । কিছুদিন পূর্বে লামা সড়ই ইউনিয়নে রাবার কোম্পানি কর্তৃক রেংয়েন কার্বারি পাড়ায় হামলা, ঝিরিতে বিষ প্রয়োগ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ- ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। যা এখনো অব্যাহত রয়েছে।‘

সুনয়ন চাকমা বলেন, ‘লংগদু গণহত্যার প্রতিবাদের মধ্যে দিয়ে ১৯৮৯ সালের ২০ মে পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক ছাত্রসংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ প্রতিষ্ঠা লাভ করে। পার্বত্য চট্টগ্রামে বহু সংগঠনের সাথে পিসিপি‘র মৌলিক পার্থক্য হচ্ছে এই সংগঠনের নেতা-কর্মীদের আত্নত্যাগ ও আদর্শিক দৃঢ়তা । এ সংগঠন সারাদেশে অন্যায়-অবিচারের পাশাপাশি ছাত্রসমাজের অধিকার সংরক্ষণ ও জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে সবসময় সোচ্চার ও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। নব্বই দশকের ছাত্র আন্দোলনের উত্তাল গণজোয়ারই তার ঐতিহাসিক প্রমাণ । পার্বত্য চট্টগ্রামে জনগনের আন্দোলনে দুটি দ্বারা চলছে : একটি নিপীড়িত জনগণের পক্ষে অপরটি শাসকগোষ্ঠীর পক্ষে। সংগঠনের নেতাকর্মীদের দৃঢ়তা ও আপোষহীন সংগ্রাম নিপীড়িত জনগণের পক্ষে। পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী মানুষের অধিকার অর্জনের লক্ষ্যে পিসিপি-ই নিপীড়িত জনগণের আশা আকাঙ্ক্ষা ও রাজনৈতিক মুক্তির দিশা। ‘

দয়াসোনা চাকমা বলেন,‘শাসকগোষ্ঠী পা্বত্য চট্টগ্রামের জনগণকে বিভক্ত করে তাঁর অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত ভূমি বেদখল, নারী ধর্ষণ -নির্যাতন ,খুন,গুমসহ মানবাধিকার লঙ্গন হচ্ছে। কল্পনা চাকমা, মাইকেল চাকমা‘দের গুম হয়ে যাওয়া নিয়ে রাষ্ট্র উদাসীন।‘
সভাপতি সোহেল চাকমা বলেন, ‘শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক অনুশীলন ও বিজ্ঞানভিত্তিক মুক্ত চিন্তার অন্যতম বিদ্যাশিক্ষার প্রতিষ্ঠান হচ্ছে বিশ্ববিদ্যালয়। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপর একচ্ছত্র রাষ্ট্রীয় হস্তক্ষেপ, দলীয়করণ, টেন্ডারবাজি, দুর্নীতি এবং ছাত্রদের মিছিল সভা-সমাবেশের মতো গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা প্রদান বরাবরই বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। উল্লেখ্য, গত তিন মাসের অধিক সময় ধরে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থী’রা আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর সুস্থ সমাধান না করে উল্টো নানা চক্রান্ত করে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমন ও ভেস্তে দেয়ার ষড়যন্ত্র করছে। যা শিক্ষার্থীদের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বৈরাচারী মনোভাব পরিলক্ষিত হয়। চিরসবুজ ক্যাম্পাসে সৌন্দর্য বর্ধনের নাম দিয়ে নির্বিচারে গাছ কেটে গোপনে বিক্রি করে দেয়া হচ্ছে। কিন্তু প্রশাসনের এসব বিষয়ে কোনো সুষ্ঠু তদন্ত ও প্রতিরোধ নেই। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহু জাতিসত্তার শিক্ষার্থীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও ভাষায় সমৃদ্ধ। প্রায় ৭‘শর অধিক জুম্ম শিক্ষার্থী ও সমতল থেকে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু জাতিসত্তার শিক্ষার্থীরা অধ্যয়ন করছে । কিন্তু তাদের সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ক্যাম্পাসে কোন গবেষণা কেন্দ্র কিংবা সাংস্কৃতিক ইনস্টিটিউট নেই। যা খুবই উদ্বেগের বিষয়।‘
কাউন্সিলের ২য় অধিবেশনে পুরনো কমিটি বিলুপ্ত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২৭ সদস্যবিশিষ্ট ও মহানগর শাখার ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা । উপস্থিত সবার সম্মতিক্রমে করতালির মধ্যে দিয়ে নতুন কমিটি পাশ হয়।
পরে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক সুনীল ত্রিপুরা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন সুদেব চাকমা ও রোনাল চাকমা এবং চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন সোহেল চাকমা ও অমিত চাকমা।
কাউন্সিল উপলক্ষে একটি লিফলেট প্রচার করা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রশাসনেরনিকট আহ্বান জানিয়ে বলা হয়-
১. সংখ্যালঘু জাতিসত্তাসমূহের বিকাশের লক্ষ্যে ‘পার্বত্য চট্টগ্রাম গবেষণা কেন্দ্র, ভাষা ও সাংস্কৃতিক ইনস্টিটিউট‘ চালু করতে হবে!
২. চবি কেন্দ্রীয় গ্রন্থাগারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক “দুষ্প্রাপ্য ও তথ্য সম্বলিত গ্রন্থ” সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থা জোরদার করতে হবে!
৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক জার্নালে সংখ্যালঘু জাতিসত্তাসমূহের বিষয়ে গবেষণা প্রবন্ধ প্রচার ও প্রকাশনা নিশ্চিতকরণ এবং শিক্ষক– শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও পৃষ্ঠপোষকতা করতে হবে!
৪. চাকসু নির্বাচন দাও ! শিক্ষক–শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র নিশ্চিত কর!
৫. চারুকলা সমস্যার সমাধান দাও! চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনো!
ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে উক্ত লিফলেটে বলা হয়, আসুন, জাতীয় অস্তিত্ব রক্ষার আন্দোলনে ছাত্রসমাজের ঐতিহাসিক দায়িত্ব পালনে সচেষ্ট হই; শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হোন; পিসিপি’র শিক্ষাসংক্রান্ত ৫দফা দাবির বাস্তবায়নে আওয়াজ তুলুন!
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন