পিসিপি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা

0

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৩ মে ২০২৩

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ মে ২০২৩) পিসিপি’র রাঙামাটি জেলা শাখা শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“পূর্ণস্বায়ত্তশাসনই পার্বত্য চট্টগ্রামে একমাত্র সমাধান”শাসকচক্রের খুঁটিতে বাঁধা চিহ্নিত গোষ্ঠীসমূহের আন্দালনের প্রহসন রুখে দিতে ছাত্র সমাজ এক হও” এই আহ্বানে অনুষ্ঠিত সভায় পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমার সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি রিমি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলার অর্থ সম্পাদক অনুপম চাকমা,পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সদস্য  উজ্জ্বলা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সমর চাকমা ও ইউপিডিএফ’র বাঘাইছড়ি উপজেলা সমন্বয়ক অক্ষয় চাকমা।

পিসিপি’র দলীয় সংগীত ‘পাহাড়ি ছাত্র ছাত্রী দল’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও পিসিপি’র দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে ইউপিডিএফ সমন্বয়ক অক্ষয় চাকমা ও পিসিপি’র জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমা।

দলীয় সংগীত পরিবেশনের পর এ যাবতকালের পাহাড়ি জনগণের অধিকার আদায়ের লক্ষে গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উক্ত আলোচনা সভায় অক্ষয় চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের লড়াই সংগ্রামের নাম বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। ছাত্র সমাজের প্রকৃত দায়িত্ব পালন করার জন্য ছাত্র-ছাত্রীদের আরো সচেতন হতে হবে। তিনি বলেন, পাহাড়ি ছাত্র পরিষদের রাজপথে দুর্বার আন্দোলনের ফলে ’৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পথ সুগম হয়েছিল। নব্বই দশকের ছাত্র আন্দোলনের জোয়ারে দালাল সুবিধাবাদী, মুখোশবাহিনীর মত অপশক্তি বিনাশ হতে বাধ্য হয়েছে। পূর্ণস্বায়ত্তশাসনের সংগ্রাম সফল করার জন্য ছাত্র-যুব-নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম জোরদার করতে হবে।

সমর চাকমা বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের লড়াকু ছাত্র সংগঠন  পিসিপি ৩৪ বছর পূর্ণ করতে চলেছে। এই দীর্ঘ পথ কোনকালে সহজ ছিলো না। এই দীর্ঘ পথ পাড়ি দিতে জীবন উৎসর্গ করতে হয়েছে অনেক সম্ভাবনাময়ী লড়াকু তরুণ ছাত্র নেতাদের।

তিনি বলেন, বাঘাইছড়ি এলাকায় পাহাড়ের সংগ্রামের তাৎপর্যপূর্ণ ইতিহাস রয়েছে। লেঃ ফেরদৌস গং থেকে পাহাড়ের প্রতিবাদী কন্ঠস্বর কল্পনা চাকমাকে বাঁচাতে জীবন দিয়েছে স্কুল ছাত্র রুপন, সমর,সু কেশ, মনতোষের মত সাহসী ভাইয়েরা। সাজেকে নিজ বাস্তুভিটা রক্ষার্থে বুদ্ধপুদি লক্ষীবিজয়রা রাজপথে সেনাদের সম্মূখে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে জীবন দিয়েছেন। এই দানবীয় কবল থেকে মুক্ত হতে ছাত্র-তরুণ সমাজকে ইতিহাসের এ বীরত্বপূর্ণ ঘটনা থেকে জাগরিত হতে হবে।

পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সদস্য উজ্জ্বলা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে ছাত্র-যুব-নারী সমাজ ঐক্যবদ্ধ হলে অধিকার অর্জিত হবে। তাই শাসকগোষ্ঠী ছলে, বলে, কৌশলে ঐক্যকে বিনষ্ট করতে চায়। ছাত্র সমাজকে জাতীয় মুক্তির আন্দোলনে সামিল হতে হবে। ছাত্র সমাজই আন্দোলনের ভবিষ্যত।

যুব নেতা অনুপম চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে পাহাড়ি ছাত্র পরিষদের আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকেও এগিয়ে আসতে হবে। লেজুড়, সুবিধাবাদী চক্রের সাথে সামিল না হয়ে জুম্ম জনগণের ন্যায্য দাবি আদায়ের লড়াইয়ে সামিল হতে হবে।

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী রিমি চাকমা বলেন, বাংলাদেশ স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমান পাহাড়িদের বাঙালি বানানোর হুমকি দিয়েছিলেন। কয়েক দশকের ব্যবধানে তার কন্যা শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসাবাসকারী জাতিসত্তাদের সাংবিধানিকভাবে বাঙালি বানিয়েছেন। এই দেশ আমাদের জাতীয়তা মুছে দিয়ে বাঙালি বানিয়ে ও ক্ষান্ত হয়নি। অব্যাহত রেখেছে নিজ ভূমি থেকে উচ্ছেদের নীলনক্সাসহ, নারী ধর্ষণ, বিচার বর্হিভুত হত্যাকাণ্ডও। তাই আমাদের ন্যায্য অধিকার অর্জন করার জন্য নারীদেরও লড়াই সংগ্রামে সামিল হতে হবে।

সভাপতির বক্তবে তনুময় চাকমা বলেন, শিক্ষা অর্জনকে আমরা যদি শুধুই আয়ের উৎস মনে করি তাহলে শিক্ষাকে বিকৃত করা ছাড়া আর কিছুই নয়। আমরা যে ইতিহাসে লড়াই সংগ্রামে ইতিহাস পাঠ করি তা শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয়, সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে লড়াই চালিয়ে যেতে হবে। যারা  লড়াই সংগ্রামে রাজনীতিতে নিউট্রাল থাকেন, তারা পক্ষান্তরে অন্যায় দমন-পীড়নকে মেনে নেন। তাই ছাত্র সমাজকে লড়াই সংগ্রামে যুক্ত হয়ে ন্যায্য অধিকার অর্জন করতে হবে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More