পিসিপি নেতা শুভাশীষ চাকমা’র মায়ের মৃত্যুতে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনসমূহের শোক প্রকাশ

0
প্রয়াত শৈবালিনী চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১২ অক্টোবর ২০২৪

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা’র মা শৈবালিনী চাকমা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ৪ সন্তানের জননী।

আজ শনিবার (১২ অক্টোবর ২০২৪) ভোর ৪ টায় চট্টগ্রাম ইসলামী ব্যাঙ্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সহযোগী সংগঠনসমূহ ছাত্রনেতা শুভাশীষ চাকমা’র মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

ইউপিডিএফের সহসভাপতি নতুন কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি সচিব চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বরুণ চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান আজ সংবাদ মাধ্যমে দেয়া এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রিয়জন হারানো খুবই দুঃখ ও বেদনার। কিন্তু মানব জীবনে প্রতিটি মানুষের মৃত্যু অবধারিত এবং এই সত্যটাকে মেনে নেয়া ছাড়া কোন উপায় নেই। সহযোদ্ধা শুভাশীষ চাকমা’র মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা শুভাশীষ চাকমাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More