পুলিশ ক্যাম্প নয়, হামলাকারী দুর্বৃত্তদের শাস্তি দিন: লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩

বান্দরবানের লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরা এক বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরিবর্তে রেংয়েন কার্বারি পাড়ায় স্থানীয় জনগণের মতামত না নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্তকে অযৌক্তিক এবং পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই পুলিশ ক্যাম্প ক্ষতিগ্রস্ত পাড়াবাসীদের ন্যায্য স্বার্থ রক্ষায় কোন ভূমিকা রাখবে না, বরং লামা রাবার ইন্ডাস্ট্রিজের ভূমি দস্যুদের স্বার্থ পাহারা দেওয়ার জন্য প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
আজ ১০ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার মিডিয়ায় প্রদত্ত বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সত্যিকার অর্থে বন-পরিবেশ-জীববৈচিত্র্য এবং এলাকাবাসীর ন্যায্য স্বার্থ রক্ষা করতে চাইলে প্রশাসনকে সর্ব প্রথমে হামলাকারী, বন ধ্বংসকারী দুর্বৃত্ত ও লামা রাবার ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা সহ উক্ত কোম্পানিকে ম্রো-ত্রিপুরা জাতিসত্তার ৪০০ একর জমি বেদখল প্রচেষ্টা থেকে নিবৃত্ত করতে হবে।’
কিন্তু সে ধরনের যৌক্তিক পদক্ষেপ না নিয়ে প্রশাসন তাদের রক্ষা করে চলেছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড়িদের ওপর হামলার অভিজ্ঞতা স্মরণ করে রংধজন ত্রিপুরা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে বিপুল সামরিক, আধা-সামরিক ও পুলিশ বাহিনীর উপস্থিতি সত্ত্বেও পাহাড়িদের ওপর বহিরাগত সেটেলারদের হামলা থেমে থাকেনি, বরং প্রত্যেক হামলার সময় নিরাপত্তা বাহিনী নির্ভুলভাবে হামলাকারীদের নিরাপত্তা দিয়ে সাহায্য করেছে এবং হামলার পর তাদের নানাভাবে রক্ষা করেছে।’
কাজেই রেংয়েন কার্বারী পাড়ায় পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্দেশ্য নিয়ে এলাকাবাসীর সন্দেহ থাকা মোটেই অমূলক নয় বলে তিনি মন্তব্য করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন