পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন দিবসে কাউখালীতে ঘরোয়া সভা অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১০ মার্চ ২০২৩

১৯৯৭ সালের ১০ মার্চ পার্বত্য চট্টগ্রামের তিন গণসংগঠন পাহাড়ি গণপরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন কর্তৃক ‘পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন’ দিবসের তাৎপর্য তুলে ধরে রাঙামাটির কাউখালীতে এক ঘরোয়া সভার আয়োজন করা হয়।
আজ ১০ মার্চ ২০২৩, শুক্রবার আয়োজিত ঘরোয়া সভায় ইউপিডিএফ’র কাউখালী ইউনিটের সংগঠক বিদ্যাময় চাকমা, পিসিপি’র কাউখালী থানা শাখার সাধারণ সম্পাদক দীপায়ন চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশন কাউখালী শাখার বৈশাখী চাকমা, হিতৈষী চাকমা, পিংকি চাকমা, তপতি চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই সাথে ৮ মার্চ খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক নারী দিবসের সমাবেশে কাউখালী থেকে অংশগ্রহণকারী নারীদের নিয়েও পর্যালোচনা সভা করা হয়।
ঘরোয়া সভায় নেতৃবৃন্দ পূর্ণস্বায়ত্তশাসন দাবির গুরুত্ব তুলে ধরে বলেন, এ দাবি এখন পার্বত্য চট্টগ্রামের গণমানুষেরই দাবি। কাজেই, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে পূর্ণস্বায়ত্তশাসনের কোন বিকল্প হতে পারে না। সরকারকে এ দাবি মেনে নিয়েই পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন