পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন দিবসে বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক, সিএইচটি নিউজ ।। পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন দিবসে আজ ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার বিভিন্ন স্থানে সমাবেশ, উঠান বৈঠক ও সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ১৯৯৭ সালের আজকের এই দিনে পাহাড়ি গণ পরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে আয়োজিত এক সমাবেশ এই পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন করা হয়।
যেসব স্থানে কর্মসূচি পালিত হয়েছে সেগুলো হচ্ছে, খাগড়াছড়ির পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি এবং রাঙামাটির বাঘাইছড়ি ও সাজেক।
পানছড়ি: পুর্ণস্বায়ত্তশাসন দাবি দিবসে “আপোষ চুক্তি নয়, পূর্ণস্বায়ত্তশাসনই অস্তিত্ব রক্ষার গ্যারান্টি, আসুন রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভীত সন্ত্রস্ত ও অধিকারহীন রাখার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, আন্দোলন গড়ে তুলি” এই শ্লোগানে আত্মশক্তি জাগরণ ফোরাম-এর ব্যানারে পানছড়ি উপজেলার শুকনোছড়ি, মাচ্ছোছড়া, যুবনাশ্ব পাড়া, ধুধুকছড়া ও মরাটিলায় পৃথক পৃথকভাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে এলাকার নারী-পুরুষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

লতিবান ইউনিয়নের শুকনোছড়ি এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে ইউপিডিএফ প্রতিনিধি সম্রাট চাকমার সভাপতিত্বে ও পিসিপি পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক সুনীল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যামেরন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের পানছড়ি উপজেলা সভাপতি মিনতি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক রজেন্টু চাকমা প্রমুখ।
দীঘিনালা : আজ সকাল ১০টায় খাগড়াছড়ি দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লউএফ) ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়।

“অস্তিত্ব রক্ষার্থে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত হোন, পাহাড়ের দিকে দিকে পূর্ণস্বায়ত্তশাসনের প্রতিধ্বনি প্রতিবাদী ছাত্র-যুব জনতা এক হও, লড়াই করো” এই আহ্বানে অনুষ্ঠিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা সভাপতি অনন্ত চাকমার সঞ্চালনায় ও গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সভাপতি জ্ঞান প্রসাদ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র দীঘিনালা ইউনিটের সমন্বয়ক প্রাণেশ চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য নিকেল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা সহ-সভাপতি মিনা চাকমা।

মহালছড়ি: “যে চুক্তি অশ্রু-রক্ত থামাতে পারেনা, তা আকঁড়ে থেকে লাভ নেই, বাঁচার লক্ষ্যে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত হোন” এ স্লোগানে মহালছড়িতে ইউপিডিএফের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টার সময় অনুষ্ঠিত আলোচনা সভায় মহালছড়ি ইউনিটের সংগঠক পূরণ চাকমার সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সমন্বয়ক দিগন্ত চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বিজগ ও বিকাশ প্রমুখ।

মানিকছড়ি: দিবসটি উপলক্ষে মানিকছড়িতে ইউপিডিএফ এক উঠান বৈঠকের আয়োজন করে। বৈঠকে ইউপিডিএফ’র মানিকছড়ি ইউনিটের সমন্বয়ক ক্যহ্লাচিং মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপি’র মানিকছড়ি উপজেলা অংহ্লাচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সভাপতি অংচাই রোয়াজা, সুজাই কারবারি ও নিঅং কারবারি প্রম্রখ।

রামগড়: রামগড়ের সকাল ৮টার সময় কালাপানি এলাকায় এক গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে লিটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র রামগড় উপজেলা সভাপতি অসীম চাকমা, ইউপিডিএফ’র রামগড় উপজেলা সংগঠক হ্লাচিং মারমা ও কালাপানি একতা যুব সংঘ ক্লাবের সভাপতি নয়ন চাকমা।
লক্ষ্মীছড়ি : পূর্ণস্বায়ত্তশাসন দাবি দিবস উপলক্ষে আজ দুপুর ১২ টায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর স্থানীয় ইউনিটের উদ্যোগে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।

‘আপোষ চুক্তি’ নয় পূর্ণস্বায়ত্তশাসনই অস্তিত্ব রক্ষার গ্যারান্টি, আসুন রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভীত সন্ত্রস্ত ও অধিকারহীন রাখার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, আন্দোলন গড়ে তুলি’ স্লোগানে অনুষ্ঠিত উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন ইউপিডিএফ’র সংগঠক নিরেট চাকমা। ইউপিডিএফ সদস্য অন্তর চাকমার সঞ্চালায় উঠোন বৈঠকে প্রধান আলোচক ছিলেন ইউপিডিএফ’র সংগঠক দেবেশ চাকমা। এতে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি পাইচি মার্মা ও পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি রুপান্ত চাকমা। এছাড়াও এলাকার গণ্যমান্য মুরুব্বিরা এতে বক্তব্য রাখেন।
সাজেক ও বাঘাইছড়ি: দিবসটি উপলক্ষে সাজেকের ৪ ও ৫ নং ওয়ার্ডে পৃথকভাবে সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় ৪নং ওয়ার্ডে অনুষ্ঠিত সভায় কমন চাকমার সঞ্চলনায় ও ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালোবরণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিউটন চাকমা ও ইউপিডিএফ সংগঠক ছদক চাকমা এবং এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য বক্তিবর্গ। আর ৫ নং ওয়ার্ডে অনুষ্ঠিত সভায় আসেন্টু চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন অদিত চাকমা, ওমান চাকমা ও মংগ্রি মারমা।
অপরদিকে, বাঘাইছড়ি উপজেলা সদরে দুপুর ২টায় লক্ষি মিত্র চাকমার সঞ্চালনায় ও রিয়েল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলার ইউপিডিএফ সমন্বয়ক অক্ষয় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সভাপতি রত্নজোতি চাকমা ও পিসিপি বাঘাইছড়ি উপজেলা সভাপতি রিপন চাকমা।

পৃথক পৃথকভাবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত এসব সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৭ সালে সরকারের সাথে জনসংহতি সমিতির স্বাক্ষরিত চুক্তি পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের দুর্দশা লাঘব করতে পারেনি। চুক্তির পর থেকে নিপীড়ন-নির্যাতন, ভূমি বেদখল, নারী নির্যাতন আগের চেয়ে আরো বৃদ্ধি পেয়েছে। বহাল রাখা হয়েছে সেনাশাসন। সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সরিয়ে নেওয়া হয়নি। সমাধান হয়নি ভূমি সমস্যার। ফলে প্রতিনিয়ত জুম্ম জনগণকে আতঙ্কের মধ্যে দিনযাপন করতে হচ্ছে। তাই নিপীড়িত জনগণের প্রকৃত মুক্তি ও জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য পূর্ণস্বায়ত্তশাসনের কোন বিকল্প নেই। পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা আরো বলেন, সরকার ও জেএসএস জুম্ম জনগণকে ঠকিয়ে যে আপোষরফা করেছে তা আজ দিবালোকের মতোই পরিষ্কার। সরকার এখন এই আপোষ চুক্তিকে বছরের পর বছর ঝুলিয়ে রেখে পার্বত্য চট্টগ্রামে অত্যাচার চালাচ্ছে। জুম্মদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সশস্ত্র দুর্বৃত্তগোষ্ঠিকে মদদ দিয়ে পূর্ণস্বায়ত্তশাসনকামী আন্দোলকারীদের খুন, গুম করছে। সরকারের এই অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে মুক্তিকামী জনগণকে গর্জে উঠতে হবে।
বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা সকল প্রকার অন্যায় দমন-পীড়ন বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অবিলম্বে পূর্ণস্বায়ত্তশাসন দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন