পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন দিবসে গুইমারার বিভিন্ন স্থানে পথসভা

গুইমারা প্রতিনিধি ।। পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন দিবসে গতকাল ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার খাগড়াছড়ির গুইমারায় বিভিন্ন স্থানে পথসভা আয়োজন করে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, নারী সংঘ। তিন সংগঠনের মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা শাখা যৌথভাবে এই পথসভা কর্মসূচির আয়োজন করে।
“ঐক্যবদ্ধ আওয়াজ প্রতিবাদী জনতার বড় শক্তি, যা শত্রুর মনে জাগায় ভীতি” এই শ্লোগানে এবং “আসুন, পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াই জোরদার কর” এই আহ্বানে গতকাল সকালে ৯টা থেকে এই পথসভা কর্মসূচি শুরু হয়। বিভিন্ন স্থানে আয়োজিত এসব পথসভায় তিন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় পথসভায় অংশগ্রহণকারী জনসাধারণের উদ্দেশ্যে তিন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আন্দোলনে প্রধান শক্তি হচ্ছে জনগণ। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তোলে তাহলে শাসকগোষ্ঠী ভীত হয়ে। আর জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শক্তি যোগায় তাহলে আন্দোলন জোরদার ও সফল হয়।

নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। সরকার জেএসএস’র সাথে চুক্তি করার পরও আগের মতোই জনগণের উপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। সরকার চায় না পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হোকা। তাই পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে সমাধানের পরিবর্তে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।

তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের মুক্তির একমাত্র পথ হচ্ছে পূর্ণস্বায়ত্তশাসনের অধিকার অর্জন করা। আর এই অধিকার অর্জনের জন্য লড়াই সংগ্রাম ছাড়া কোন পথ নেই। সরকার যতদিন এই পূর্ণস্বায়ত্তশাসনের দাবি মেনে নেবে না ততদিন আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে।
তিন সংগঠনের নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবিতে এবং জনগণের ওপর অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন