প্রতিবন্ধীদের দাবি পূরণ না হলে আগামী ১৫ জুন থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

0

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১০ জুন ২০২৩

১১ দফা দাবিতে গতকাল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ। ছবি: প্রতিনিধি

প্রতিবন্ধীদের দাবি পূরণ না হলে আগামী ১৫ জুন থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংক্ষুব্ধ প্রতিবন্ধী নগরিক সমাজের নেতারা।

গতকাল শুক্রবার (৯ জুন ২০২৩) বিকাল সাড়ে ৪টায় ঢাকা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ১১ দফা দাবিতে আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে ইশারা ভাষায় বক্তব্য দেন জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস খান। তিনি বলেন, ‘৪ জুনের শাহবাগে প্রতিবন্ধীদের ওপর হামলার ঘটনায় সরকার ও পুলিশকে ক্ষমা চাইতে হবে। ১৪ জুনের মধ্যে ১১ দফা দাবি আদায় না হলে আমরা ফের কঠোর আন্দোলনে নামব। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, ৪ জুন প্রতিবন্ধী ব্যক্তিদের যৌক্তিক ও ন্যায্য ১১ দফা দাবির প্রতি সমর্থন জানাতে এসেছিলেন। সেদিন পুলিশ প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ফেলে দিয়েছে, তাঁদের লাথি মেরেছে। এমন নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না।

সমাবেশে নগরপরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, ‘প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার ব্যবস্থা রাষ্ট্র করবে না কেন? কোন সেই অসুর শক্তি যা প্রধানমন্ত্রীর কাছে তাঁর সন্তানদের (প্রতিবন্ধী) যাওয়ায় বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধীদের হুইলচেয়ারে লাথি মারে?’

প্রতিবন্ধীদের যে ভাতা দেওয়া হয়, বর্তমান বাজারে সেই ৮৫০ টাকা দিয়ে কী হয়—প্রশ্ন তুলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা, নাগরিককে শিক্ষিত করা ও কর্মসংস্থান গড়ে তোলা রাষ্ট্রের দায়িত্ব।

প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে পুলিশের আচরণের নিন্দা জানান জোনায়েদ সাকি। চলতি বাজেট অধিবেশনে প্রতিবন্ধী ব্যক্তিদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। ছবি: প্রতিনিধি

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম বলেন, ‘প্রতিবন্ধীদের ১১ দফা দাবি সরকার পূরণ না করলে প্রতিরোধ ও সংগ্রামের পথ বেছে নিতে হবে। তাঁদের এই দাবিগুলো আমাদের সবার। বৈষম্যমূলক, শোষণমূলক ও অপমানের সমাজ আমরা চাই না। বাংলাদেশ কারও জমিদারি নয়।’ দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য বাজেটে বরাদ্দও দাবি করেন তিনি।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক চিকিৎসক হারুন অর রশীদ বলেন, ‘বাজেটের নামে তামাশা হচ্ছে। মানুষের সঙ্গে প্রতারণা চলছে। প্রতিবন্ধীদের দাবি না মানলে, অধিকার না দিতে পারলে সরকারের তো কোনো দরকার নেই। তাদের দাবি পূরণ করুন।’

সমাবেশে সংহতি জানিয়ে প্রয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা।

প্রতিবন্ধীদের আন্দোলনের সংগঠক ইফতেখার মাহমুদ বলেন, ‘বাজেটে প্রতিবন্ধীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না হওয়া এবং আমাদের কিছু দাবিদাওয়া নিয়ে আমরা ৪ জুন শাহবাগে সমবেত হয়েছিলাম। সেখানে পুলিশ নির্মম নির্যাতন চালায়। আমাদের স্মারকলিপি দিতে বলা হয়। আমরা স্মারকলিপি দিতে দিতে ক্লান্ত। বাজেটে প্রতিবন্ধীদের জন্য নতুন পদক্ষেপ নেই। সরকারকে দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে।’

সমাবেশে সভাপতির বক্তব্যে বি-স্ক্যান নামের একটি সংগঠনের সাধারণ সম্পাদক সালমা মাহবুব বলেন, ‘আমাদের দাবি পূরণে আমরা সরকারকে ১৪ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা না হলে ১৫ জুন থেকে আমরা আরও জোরদার আন্দোলনে যাব।’

সমাবেশে সংহতি জানিয়ৈ বক্তব্য প্রদান করছেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা। ছবি: প্রতিনিধি

সমাবেশে প্রতিবন্ধী অধিকারকর্মী লাকী আক্তার, উজ্জ্বলা বণিক, নাঈমুল ইসলাম, দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের নেতা মাহবুব মোর্শেদ, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম, ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার প্রমুখ বক্তব্য দেন।

প্রতিবন্ধীদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিবন্ধী ব্যক্তির মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করা, প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাতা দুই হাজার টাকা করা, সরকারি চাকরিতে বিশেষ নীতিমালা, হাজার কোটি টাকার প্রতিবন্ধী উদ্যোক্তা তহবিল গঠন, প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর কার্যকর, ইশারা ভাষা ইনস্টিটিউট গঠন ও সব সেবাদাতা প্রতিষ্ঠানে দোভাষী নিশ্চিত করা, শিক্ষা ও চাকরির নিয়োগে শ্রুতলেখক নীতিমালা প্রণয়ন, প্রতিবন্ধীদের প্রবেশগম্য অবকাঠামো ও গণপরিবহন নিশ্চিতে বরাদ্দ, রাজনৈতিক দলে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও মন্ত্রণালয়ভিত্তিক সংবেদনশীল বাজেট বরাদ্দ দেওয়া।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More