প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের আলোচনা সভা
কাউখালী(রাঙামাটি) : “শাসকচক্রের লেজুড়, দালাল-প্রতিক্রিয়াশীলদের বাড়াবাড়ি ও ভাড়াটে গুন্ডাদের খুন-অপহরণ-গুন্ডামি বরদাস্ত করবেন না” এই আহ্বানে আজ বুধবার (৪ এপ্রিল ২০১৮) রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির কাউখালী থানা শাখা এই সভার আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০২ সালের ৫ এপ্রিল গণতান্তিক যুব ফোরাম প্রতিষ্ঠার পর থেকে পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় অবতীর্ণ, বিশেষ করে ভূমি রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। শাসকগোষ্ঠী মদ, গাঁজা, ইয়াবা ইত্যাদি মাদকে ডুবিয়ে রেখে যুব সমাজকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে উল্লেখ করে বলেন, শাসকচক্রের এই মরণ ফাঁদ থেকে যুব সমাজকে বের হয়ে আসতে হবে। পার্বত্য চট্টগ্রামে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যুবকদেরকেই বলিষ্ট ভূমিকা পালন করতে হবে।
বক্তরা বলেন, সরকারই পার্বত্য চট্টগ্রামের অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছে। সন্ত্রাসী লেলিয়ে দিয়ে খুন, গুম, অপহরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে।
বক্তারা সরকারের সকল দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পুর্ণস্বায়ত্তশাসন আন্দোলনকে বেগবান করতে এবং শাসকচক্রের লেলিয়ে দেয়া দালাল-প্রতিক্রিয়াশীল, সন্ত্রাসী-গুন্ডাদের প্রতিরোধে এগিয়ে আসার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।
গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী থানা শাখার সভাপতি অংচিং মারমার সভাপতিত্বে ও পাইশিহ্লা মারমার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গণতান্তিক যুব ফোরামে কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক রুপন মারমা, ইউপিডিএফ সংগঠক ডিএস চাকমা, ২নং ফটিকছড়ি ইউপি সদস্য সুইথুইমং, ইউপি সদস্য অংসাজাই মারমা, এলাকার কারবারী হরিপ্রু মারমা, পিসিপি কাউখালী শাখার সহ সভাপতি নয়ন জ্যোতি চাকমা ও এইচডব্লিুউএফ’র কাউখালী শাখার সভাপতি রুপসী চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী শাখার সাংগঠনিক সম্পাদক বিনয় চাকমা।
সভা শুরুতে পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
—————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।