প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের জীবনাবসান

বদরুদ্দীন উমর। সংগৃহিত ছবি
ঢাকা, সিএইচটি নিউজ
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
প্রবীণ রাজনীতিবিদ, লেখক-গবেষক, বুদ্ধিজীবী ও তাত্ত্বিক এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর মারা গেছেন।
আজ রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) তাকে অসুস্থ অবস্থায় বাসা থেকে রাজধানীর শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল ১০টা ৫ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৪ বছর।
এর আগে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ১ আগস্ট বাসায় ফেরেন বদরুদ্দীন উমর।
বদরুদ্দীন উমরের জন্ম ১৯৩১ সালের ২০ ডিসেম্বর, ভারতের বর্ধমানে।
দেশভাগের পর বদরুদ্দীন উমরের পরিবার ঢাকায় চলে আসেন এবং এখানে ১৯৫০ সাল থেকে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্ধমান থেকে উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন বদরুদ্দীন উমর। উচ্চতর ডিগ্রি নেন যুক্তরাজ্যের অক্সফোর্ড থেকে।
বদরুদ্দীন উমরের পেশাজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি। এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন। ২০০৩ সালে জাতীয় কনভেনশন আয়োজনের মাধ্যমে ‘জাতীয় মুক্তি কাউন্সিল’ নামে একটি সংগঠন জোট গড়ে সভাপতির দায়িত্ব নেন তিনি।
ষাটের দশকে বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলন আর ধর্ম ও রাজনীতি নিয়ে তার লেখা বইগুলো বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
বদরুদ্দীন উমর পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। এ বিষয়ে তিনি ‘পার্বত্য চট্টগ্রাম নিপীড়ন ও সংগ্রাম’ নামে বই ছাড়াও অনেক লেখা লিখেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে রাজনৈতিক নানা কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন এবং আন্দোলনে সমর্থন যুগিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।