ফটিকছড়ির কাঞ্চননগর ইউপি’র চাইল্যেচরে ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক একজনকে গুলি করে হত্যা

স্থানীয় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২ জুন ২০২৪
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সীমান্তবর্তী ফটিকছড়ি উপলোধীন কাঞ্চননগর ইউনিয়নের চাইল্যেচর গ্রামে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে (নব্যবুমোখ) সন্ত্রাসীরা রেদাসে মারমা ওরফে আনুমং (২৫) নামে একজনকে গুলি করে হত্যা করেছে। এছাড়া সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে তাঁর বৃদ্ধ মাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল শনিবার (১ জুন ২০২৪) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হত্যার শিকার রেদাাসে মারমা চাইল্যেচর গ্রামের বাসিন্দা মিদু মারমার ছেলে। তিনি ইউপিডিএফের সাবেক কর্মী বলে জানা গেছে।
ঘটনাস্থল চাইল্যেচর গ্রামটি কাঞ্চননগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত।
জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার সময় ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল চাইল্যেচর গ্রামে এসে নিজ বাড়িতে রেদাসে মারমাকে গুলি করে হত্যার পর পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে রেদাসে মারমার বৃদ্ধ মা হ্লামাপ্রু মারমাও (বয়স ৬৫ বছর) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল চাইল্যেচরের পার্শ্ববর্তী বটতলী নামক বাঙালি পাড়ায় অবস্থান করে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। গত বছরও এই সন্ত্রাসীরা সেনাবাহিনীসহ চাইল্যেচর গ্রামে হানা দিয়ে রেদাসে মারমার পিতা ও দুই ভাইয়ের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি ও গ্রাম ছাড়তে হুমকি দিয়েছিল। জ্যোতিষ দেওয়ান, রবিন চাকমার নেতৃত্বে থাকা এ সন্ত্রাসীদের দলে কয়েকজন বাঙালিও যুক্ত রয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।