ফেনীতে অপহরণের শিকার লক্ষ্মীছড়ির এক পাহাড়ি যুবক, ৫০ হাজার টাকা মুক্তিপণে মুক্তি!
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফেনীতে একটি মুরগি ফার্মে কর্মরত মংচিউ মারমা (২৩) নামে এক পাহাড়ি যুবককে একই ফার্মে কর্মরত কিছু বাঙালি দুর্বৃত্ত কর্তৃক অপহরণ ও ৫০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেয়ার খবর পাওয়া গেছে।
অপহৃত যুবকটির বাড়ি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে। তার পিতার নাম সাজাইউ মারমা।
গতকাল ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার এ অপহরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে তিনি ফেনীর কোন এলাকায় মুরগি ফার্মে কাজ করতেন তার সঠিক তথ্য জানা যায়নি।
অপহৃতের পরিবারের সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মংচিউ মারমাকে অপহরণের পর তার পিতার কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় হত্যা করার হুমকি দেয়া হয়। এতে তার পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়ে। পরে অপহরণকারীদের সাথে যোগাযোগ করে মুক্তিপণের টাকা পাঠানো হলে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তাকে চেতনানাশক জাতীয় ইনজেকশন পুশ করে মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় দুল্যাতলী ইউনিয়নের জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা ও ৫০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে বাড়িতে নিয়ে আসার জন্য বাড়ির লোকজন ফেনীতে গেছেন বলে তারা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট চট্টগ্রামের রাউজানে একটি মুরগি ফার্মের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা শিবলি সাদিক হৃদয় (১৯) নামের এক যুবককে একই ফার্মে কর্মরত কতিপয় মারমা যুবক কর্তৃক অপহরণ করে হত্যার অভিযোগ ওঠে। এরপর গত ১১ সেপ্টেম্বর ধৃত আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে রাউজান থানা পুলিশ বেতবুনিয়ার একটি পাহাড় থেকে কিছু মানুষের হাড়গোড় উদ্ধার করে থানায় ফেরার পথে রাউজানের পঞ্চপাড়া এলাকায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে উমংসিং মারমা নামে ঘটনার প্রধান অভিযুক্তকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। উক্ত ঘটনার পর “অপহরণকারীরা হৃদয়ের মাংস রান্না করে খেয়েছে” এমন গুজব ছড়িয়ে দিয়ে একটি মহল ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগে মাধ্যমগুলোতে পাহাড়িদের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করে। এরপর থেকে দেশবাপী পাহাড়িরা জাতিগত বিদ্বেষ, হেনস্থা, হয়রানিসহ সাইবার ক্রাইম-বুলিংয়ের শিকার হচ্ছেন। এর জের ধরেই ফেনীতে পাহাড়ি যুবককে অপহরণ ঘটনাটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন