বগাছড়িতে পাহাড়ি গ্রামে সেনা-সেটলার হামলার ২ বছর

নান্যাচর(রাঙামাটি): আজ ১৬ই ডিসেম্বর রাঙামাটির নান্যাচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়িতে পাহাড়ি গ্রামে সেনা-সেটলার হামলার ২ বছর পূর্ণ হলো। ২০১৪ সালের এই দিনে বগাছড়ি, সুরিদাশ পাড়া, নবীন তালুকদার পাড়ায় পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করে বিজয় দিবসের সূচনা করেছিল সেনাবাহিনী ও সেটলার বাঙালিরা। সেদিন সেনা-সেটলারদের হামলা ও অগ্নিসংযোগের ফলে তিনটি গ্রামে পাহাড়িদের ৬০টির অধিক বাড়ি-দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া সেটলাররা স্থানীয় বৌদ্ধ বিহার জ্বালিয়ে দেয়ার চেষ্টা করে এবং বিহারে ঢুকে বৌদ্ধ ভিক্ষুকে মারধর ও বুদ্ধ মূর্তি লুট করে।
এ হামলার আজ ২ বছর পূর্ণ হলেও প্রশাসনের প্রতিশ্রুতি মোতাবেক পাহাড়িদের ক্ষতিপূরণ ও ঘরবাড়ি তৈরি করে দেওয়া হয়নি। বিচার হয়নি হামলাকারী সেটলারদেরও। ফলে পাহাড়িরা একদিকে নিদারুণ কষ্ট ও অপরদিকে আতঙ্কের মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন।
এদিকে, গত ৮ ডিসেম্বর থেকে একই ইউনিয়নের মারমা অধ্যুষিত পলিপাড়া এলাকায় সেনাবাহিনীর সহযোগীতায় সেটলাররা পাহাড়িদের জায়গা-জমি বেদখলের মাধ্যমে বগাছড়ির মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সেটলাররা জোরপূর্বকভাবে পাহাড়িদের জায়গায় ঝোপঝাড় পরিষ্কার করতে গেলে ইতিমধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনী সেটলারদের পক্ষ নিয়ে পাহাড়িদের গ্রফতার ও ঘরবাড়ি তল্লাশিসহ নানা হয়রানি করে যাচ্ছে। ফলে পাহাড়িরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।