বগাছড়িতে সেটলার পাড়ার পাশ থেকে এক পাহাড়িকে অজ্ঞান অবস্থায় উদ্ধার
সিএইচটিনিউজ.কম
নান্যাচর: রাঙামাটির নান্যাচর উপজেলার বগাছড়িতে সেটলার পাড়ার পাশ থেকে বৃহস্পতিবার(২২ জানুয়ারি) বিকালে এক পাহাড়িকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম চান্দি মারমা(২৬), পিতা রিংগ্য মারমা। তার বাড়ি মহালছড়ি উপজেলার সিঙ্গিনালায় বলে জানা গেছে। তিনি পেশায় একজন ভাড়ায় মোটর সাইকেল চালক।
তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। লুট করা হয়েছে তার মোটর সাইকেল, মোবাইল ও টাকা পয়সা।
দুর্বৃত্তরা তাকে মারধরের পর নেশা জাতীয় দ্রব্য প্রয়োগ করে অজ্ঞান অবস্থায় বগাছড়ির রাস্তামাথা এলাকায় সেটলার পাড়ার পার্শ্ববর্তী জুনিয়র হাইস্কুলের পাশে ফেলে রেখে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরে রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে মহালছড়ির জীপ গাড়ির চালক অংশি মারমা তাকে চিনতে পেরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।