বদরুদ্দীন উমরের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো

0
প্রয়াত বদরুদ্দীন উমরের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৮ আগস্ট ২০২৫

বাংলাদেশের বামপন্থী আন্দোলনের পুরোধা, বিপ্লবী তাত্ত্বিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দীন উমরের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইউপিডিএফ’র সংগঠক মাইকেল চাকমা, বিনয়ন চাকমা, সুনয়ন চাকমা এবং পৃথকভাবে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রূপসী চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ কমরেড বদরুদ্দীন উমরের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রয়াত বদরুদ্দীন উমরের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তিন সংগঠনের নেতৃবৃন্দ। 

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, ব্যক্তিগতসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে তাঁর প্রতি সম্মান জানান।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। জোহরের নামাজের পর জুরাইন কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বদরুদ্দীন উমর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য, বদরুদ্দীন উমর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এবং শ্রমিক, কৃষক, মেহনতি জনগণ ও নিপীড়িত সংখ্যালঘু জাতিসমূহের মুক্তির আন্দোলনে পথিকৃত ভূমিকা পালন করেছেন।

তিনি পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠীর পরিচালিত জাতিগত নিপীড়নের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ও উচ্চকণ্ঠ ছিলেন এবং পাহাড়িদের ন্যায়সঙ্গত আন্দোলনে সমর্থন যুগিয়েছিলেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More