বন্দুকভাঙার কুড়ামারা স্কুলে সেনাবাহিনীর অবস্থান, জনগণকে হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ

বন্দুকভাঙা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের কুড়ামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনীর ৩০ জনের একটি দল অবস্থান করার খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বেলা আড়াইটার দিকে হারিক্ষ্যং ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর এর নেতৃত্বে ৩০ জনের একদল সেনা সদস্য কুড়ামারা গ্রামে গিয়ে কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়।
সেখানে যাওয়ার পর সেনারা স্থানীয় সাধারণ জনগণকে “সন্ত্রাসী” খোঁজার নামে নানা হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করতে থাকলে জবাবে ‘স্থানীয়রা সন্ত্রাসীরা মাড়িচুকে থাকে’ বলে উত্তর দেয়। তারা সেনাদেরকে ‘মাড়িচুকে এখন গেলে সন্ত্রাসী নাগাল পাবেন’ বলেও জানিয়ে দেন। জনগণের কাছ থেকে এমন উত্তর শুনে সেনারা কথা অন্যদিকে ঘুরিয়ে সেখানো তারা ২/৩ দিন অবস্থান করবে এবং আগামীকাল তাদের আরো লোক আসবে বলে জানায়। তারা সেখান থেকে কোথাও যাবে না বলেও গ্রামবাসীদের নিশ্চিত করে।
তবে সেনারা ‘সন্ত্রাসী’ খুঁজে বেড়ালেও জনগণ মারিচুকে সন্ত্রাসীদের অবস্থান দেখিয়ে দেয়ার পরও তাদের সেখানে যেতে অনীহা দেখে জনগণের মনে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যেকার সম্পর্ক বিষয়ে নানা সন্দেহ ও প্রশ্ন দেখা দিয়েছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে সেনাবাহিনীর সহায়তায় সন্তু গ্রুপের সন্ত্রাসীরা মারিচুকে অবস্থান নেয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
