বন্দুকভাঙার ত্রিপুরাছড়ায় ৩ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, টাকা লুটের অভিযোগ!

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের বামে ত্রিপুরাছড়া গ্রামে সেনাবাহিনী ৩ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে। তল্লাশিকালে এক ব্যক্তির বাড়ি থেকে নগদ ১০ হাজারের অধিক টাকা লুটে নেয়ারও অভিযোগ উঠেছে সেনা সদস্যদের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে এ তল্লাশির ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১:০০টার সময় নান্যাচর সেনা জোন থেকে ইঞ্জিনচালিত বোটযোগে শতাধিক সেনা সদস্য বামে ত্রিপুরাছড়া গ্রামে গিয়ে অবস্থান নেয়।
এর কিছুক্ষণ পরে সেনারা কথিত ‘সন্ত্রাসী’ খোঁজার নামে ৩ গ্রামাববাসীর বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় বাড়িগুলোতে লোকজন উপস্থিত না থাকা সত্ত্বেও সেনারা বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালায় বলে অভিযোগ উঠেছে।
যাদের বাড়িতে সেনারা তল্লাশি চালিয়েছে তারা হলেন- ১. কৃষ্ণ জ্যোতি চাকমা (৩৫), পিতা- চন্দ্রসেন চাকমা; ২. যতন চাকমা (৫৫). পিতা-মৃত ভরতচন্দ্র চাকমা ও ৩. পদ্ম রঞ্জন চাকমা (৫০), পিতা- বিজয় সিংহ চাকমা। তারা সবাই ত্রিপুরাছড়া গ্রামের বাসিন্দা। এর মধ্যে যতন চাকমা একজন গ্রাম পুলিশ বলে জানা গেছে।
তল্লাশিকালে সেনারা বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয় এবং কৃষ্ণ জ্যোতি চাকমার বাড়িতে রাখা তেঁতুল বিক্রির ১০,৮২০ টাকা লুট ও যতন চাকমার ব্যবহৃত গ্রাম পুলিশের পোশাক নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
কী কারণে সেনারা এমন তল্লাশি চালিয়েছে তা জানা যায়নি।
এদিকে, সেনাবাহিনীর আরেকটি গ্রুপ (যারা গত ২৩ ফেব্রুয়ারি থেকে যমচুগ-মারিচুগে অবস্থান করেছিল) অভিযান পরিচালনা শেষে ফিরে যাওয়ার পথে আজ ডানে ত্রিপুরাছড়া গ্রামের সংলগ্ন চেবেদা কিজিং নামক পাহাড়ের বনে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে সাধারণ জনগণের ওপর এ হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।