বন্ধুকভাঙার যমচুগ পাহাড়ে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে!

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের যমচুগ পাহাড়ে বন-জঙ্গলে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল আনুমানিক ৩টার সময় যমচুগ পাহাড় সংলগ্ন বন-জঙ্গলে সেনা সদস্যরা আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন।
এর আগে গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় নান্যচর জোন কমাণ্ডার মো. তানভীর আহম্মেদ সাদীর (পিএসসি) নেতৃত্বে শতাধিক সেনাসদস্য বন্দুকভাঙ্গা এলাকায় অভিযানে গিয়েছিল। এখনো সেনারা সেখানে অবস্থান করছে বলে জানা গেছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় মুরুব্বী ও জনপ্রতিনিধিরা বলেছেন, সরকার বরাবরই বন-প্রকৃতি সুরক্ষার কথা বলে আসছে। আমরাও যমচুগসহ এলাকার বন-জঙ্গল রক্ষার্থে যথাসাধ্য চেষ্টা চালিয়ে আসছি। কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কেন এভাবে আগুন দিয়ে বন-জঙ্গল পুড়িয়ে দিচ্ছে তা আমাদের বোধাগম্য হচ্ছে না।
উল্লেখ্য, এর আগে গত ২ জানুয়ারি থেকে একদল সেনা সদস্য যমচুগের পার্শ্ববর্তী মারিচুগে এক মাসের অধিক অবস্থান নিয়ে ক্যাম্প স্থাপনের চেষ্টা করেছিল। সে সময় তারা যমচুগের একটি বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানের গড়ে তোলা সুপারি বাগান কেটে দিয়ে সেখানে হ্যালিপ্যাড নির্মাণ করেছিল।
পরে এলাকাবাসীর আপত্তির মুখে গত ৫ ফেব্রুয়ারি সেনা সদস্যরা সেখান থেকে চলে যায়।
তবে ইদানিং অভিযানের নামে সেনা সদস্যদেরকে বার বার মারিচুগ-যমচুগ এলাকায় গিয়ে অবস্থান নিতে দেখা যাচ্ছে। ফলে সেখানে ক্যাম্প স্থাপনের যে ষড়যন্ত্র তা এখনো চলমান রয়েছে বলে স্থানীয়রা ধারণা করেছেন।
রাতে এ রিপোর্ট তৈরির সময় পর্যন্ত সেনা দলটি যমচুগের পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করার খবর দিয়েছেন স্থানীয়রা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।