বন্যার্তদের সাহায্যার্থে ইউপিডিএফের ত্রাণ কমিটি গঠিত

ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে অংগ্য মারমাকে প্রধান করে ইউপিডিএফ ও সহযোগি সংগঠনের ত্রাণ কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, কেন্দ্রীয় অর্থ সম্পাদক নরেশ ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা।
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এই কমিটি কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে আগ্রহী দাতাদেরকে নিম্নোক্ত নম্বরে ত্রাণের অর্থ পাঠানোর অনুরোধ করা হয়েছে:
অমল ত্রিপুরা (:+8801754021276 বিকাশ ও নগদ)
নরেশ ত্রিপুরা (01810652158 বিকাশ ও নগদ)
রীতা চাকমা (01879124894 বিকাশ)
শুভাশিস চাকমা (+8801850320946 নগদ)
থুইলাপ্রু মারমা (+8801647422493 বিকাশ)
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।