বন-পরিবেশ রক্ষা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধের আহ্বানে নান্যাচরে ডিওয়াইএফ’র জনসচেতনতামূলক পোস্টারিং

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৪ মার্চ ২০২৫
বন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধের আহ্বান জানিয়ে নান্যাচরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক পোস্টারিং করেছে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) নান্যাচর উপজেলা শাখা।
আজ সোমবার (২৪ মার্চ ২০২৫) সকালে নান্যাচরের টিএনটি বাজার, নান্যাচর কলেজ, পাতাছড়ি, নোয়াদাম, খুল্যাং পাড়া, সাপমারা, রাঙীপাড়া, বড়পুল পাড়া, ধুল্যাছড়ি, ধর্মঘর, কাটালতলী, গর্জনতলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক পোস্টারিং করেন গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার নেতা-কর্মীরা।
হাতে লেখা পোস্টারগুলোতে লেখা রয়েছে- “পরিবেশের জন্য ক্ষতিকর সেগুন বাগান সৃজন থেকে বিরত থাকুন; নাম তার সেগুন, সব গাছ করে খুন; জীব বৈচিত্র্য রক্ষা করুন; সেগুন নয়, বাঁশ, গর্জন, চাম্পা ও কড়ই গাছ রোপণ করুন; সামাজিক অবক্ষয় প্রতিরোধ করুন, সমাজ-জাতি রক্ষা করুন; মদ-জুয়া-ডাব্বো খেলা থেকে বিরত থাকুন; যত্রতত্র তাস, কেরাম খেলা থেকে বিরত থাকুন; জুয়ার অপর নাম উচ্ছনে যাওয়া; মদের নেশা আছে যার, ছারখার হয় তার পরিবার; জুয়া খেলে নিজের, পরিবারের ও সমাজের ক্ষতি করবেন না” ইত্যাদি।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।