বরকলে সেটলার বাঙালি কর্তৃক এক জুম্মকে মারধর

0
মারধরের শিকার অমর কান্তি চাকমা

রাঙামাটি ।। রাঙামাটির বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের কলাবনিয়া এলাকায় নিজ জমির ওপর গরু গরু চড়াতে বাধা দেওয়ায় সেটলার বাঙালি কর্তৃক এক জুম্ম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি ২০২২) এ ঘটনা ঘটে। ৫ জন সেটলার বাঙালি তাকে মারধর করে বলে জানা যায়।

মারধরের শিকার হওয়া ব্যক্তির নাম অমর কান্তি চাকমা (৩৫)। তার বাড়ি আইমাছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায়। আর আক্রমণকারী সেটলাররা হলো- আইমাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. দুর্জয়, মো. আকাশ, মো. আরিফ, মর্জিনা বেগম ও টুনি।

ঘটনার শিকার অমর কান্তি চাকমা জানান, আমাদের চাষাবাদ করা জমিতে গরু না চড়ানোর জন্য গরুর মালিক সেটলার বাঙালিদের বহুবার সতর্ক করা হয়েছে। কিন্তু তারা কথা শোনেননি। এত সতর্কতা দেয়া সত্বেও জমিতে খোলামেলাভাবে তারা গরুগুলো ছেড়ে দেন। এতে জমির ফসল ক্ষতি হয়। এই সমস্যাটি ছিল দীর্ঘদিনের।

তিনি আরও বলেন, তারা (সেটলার বাঙালিরা) প্রতিবারের ন্যায় গতকালও গরুগুলো ছেড়ে দেন। এরপর গরুগুলো জমির উপর খোলামেলাভাবে চড়তে দেখে তাদের বাড়িতে এগিয়ে দিয়ে আছি। এরপর নিজের জমিতে মাটি কাটার কাজ করতে থাকি। পরবর্তীতে তারা বিকাল ৩:৩০টার দিকে আমাকে খুঁজতে খুঁজতে চলে আসে। এরপর আমি কেন তাদের গরুগুলো বাড়িতে তাড়িয়ে দিয়ে এসেছি-এই কথা বলতেই মো. দুর্জয়, মো. আকাশ, মো. আরিফ, মর্জিনা বেগম ও টুনি ৫জন মিলে আমাকে আক্রমণ করে এবং মারধর করতে থাকে।

ওই ঘটনার খবর শুনে পার্শ্ববর্তী স্নেহ কুমার চাকমা দৌঁড়ে এসে তাকে উদ্ধার করায় প্রাণে বেঁচে যান বলে জানান অমর কান্তি চাকমা। (তথ্য সূত্র: হিল ভয়েস)


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More