বর্মাছড়িতে জোর করে ক্যাম্প স্থাপন ‘রাষ্ট্রীয় সন্ত্রাস ও দখলবাজি’ ছাড়া কিছুই নয়: চার সংগঠন

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলাধীন বর্মাছড়িতে এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও আর্য কল্যাণ বনবিহার ও পাহাড়িদের মালিকানাধীন জমি বেদখল করে সেনা ক্যাম্প স্থাপন প্রচেষ্টার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে আন্দোলনরত চার গণতান্ত্রিক সংগঠন।
আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সংবাদ মাধ্যমে দেয়া এক যুক্ত বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা উক্ত প্রতিবাদ জানান এবং অবিলম্বে বর্মাছড়ি থেকে সেনা প্রত্যাহারের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, ‘যেহেতু স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর কোন ক্যাম্প দাবি করেনি এবং স্পষ্টই তারা সেখানে ক্যাম্প চান না, তাই বাংলাদেশ সেনাবাহিনীর বর্মাছড়িতে জোর করে ক্যাম্প স্থাপনের কোন অধিকার নেই।’
জোরপূর্বক অন্যের জমি দখল করে বা বৌদ্ধ বিহারে জায়গায় সেনা ক্যাম্প স্থাপন ‘রাষ্ট্রীয় সন্ত্রাস ও দখলবাজি’ ছাড়া কিছুই নয় বলে তারা মন্তব্য করে বলেন, ‘তথাকথিত সন্ত্রাস দমন নয়, জনগণের ওপর দমনপীড়ন চালানোর উদ্দেশ্যেই বর্মাছড়িতে ক্যাম্প স্থাপন করা হচ্ছে।’
চার সংগঠনের নেতৃবৃন্দ বর্মাছড়ির জনগণকে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে ক্যাম্প স্থাপন প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
