বর্মাছড়িতে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালন
বর্মাছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে পরিবেশ রক্ষার্থে সচেতন শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে প্লাস্টিক-পলিথিন বর্জ্য পরিচ্ছন্ন অভিযান ও এক সভার আয়োজন করা হয়।
আজ ২৮ জুলাই ২০২৩, শুক্রবার সকালে ‘আসুন, আমাদের গ্রহকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি’ শ্লোগানে আয়োজিত কর্মসূচির সভায় ২নং ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঊষাতন চাকমার সভাপতিত্বে এবং বিশিষ্ট মুরুব্বী প্রহ্লাদ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন যথাক্রমে বর্মাছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি ও মেম্বার রনদীপ চাকমা, বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল কান্তি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রুপন মার্মা ও বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়েল দশম শ্রেণীর ছাত্রী রুপা চাকমা।

বক্তারা বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ আমাদের পার্বত্য চট্টগ্রামেও এসে পড়েছে। এখানে অবাধে গাছ কাটা, বনজঙ্গল উজাড় হওয়ার ফলে পরিবেশের বদল ঘটেছে। ফলে দেখা দিচ্ছে অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টি ও উষ্ণতা। তাই আমাদেরকে প্রকৃতি-পরিবেশ, বন ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।

তারা আরো বলেন, প্রকৃতিকে ভালো রাখার দায়িত্ব মানুষের। মানুষ যদি প্রকৃতির প্রতি অবিচার করে তাহলে প্রকৃতিও তার প্রতিশোধ নেয়। সেটা আমরা ২০১৭ সালে দেখেছি কিভাবে একের পর এক পাহাড় ধসের ঘটনায় প্রাণহানি ঘটেছে।
তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন জাতীয় পণ্য এখন নিত্য ব্যবহার্য জিনিসে পরিণত হয়েছে। কিন্তু আমরা এসব প্লাস্টিক সামগ্রীগুলো যত্রতত্র ফেলে দিই, এতে পরিবেশ যেমন ক্ষতি হয় তেমনি মাটির উর্বরতাও হ্রাস পায়। তাই এসব বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিস্ট স্থানে অর্থাৎ ডাস্টবিনে ফেলা বা পুড়িয়ে ফেলতে হবে।

বক্তব্য শেষে ছাত্র-ছাত্রীসহ উপস্থিত সকলে বর্মাছড়ি বাজারে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ফটিকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বর্মাছড়ি বাজার কমিটিকে ৮টি বড় ডাস্টবিন প্রদান করেন।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন