বর্মাছড়িতে বিহারের জমিতে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে লক্ষীছড়িতে পোস্টারিং

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িতে অবস্থিত আর্য কল্যাণ বনবিহারের জমি দখল করে সেনা ক্যাম্প নির্মাণের প্রতিবাদে লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) “বর্মাছড়ি এলাকাবাসী”র উদ্যোগে লক্ষীছড়ি সদর, হুদুকছড়ি, দুল্যাতলী, বাইন্যাছোলাসহ বিভিন্ন স্থানে হাতে লেখা পোস্টার সাঁটানো হয়।

পোস্টারগুলোতে ক্যাম্প স্থাপনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানের মধ্যে রয়েছে, “বর্মাছড়িতে বিহারের জমিতে সেনা ক্যাম্প মানি না; বর্মাছড়িতে বনবিহার ধ্বংসের ষড়যন্ত্র রুখো;বিহার ধ্বংস করতে সেনা ক্যাম্প; চলো, চলো, বিহার রক্ষা করতে বর্মাছড়ি চলো; সেনাবাহিনী: বর্মাছড়ি বিহার ছেড়ে চলে যাও; বর্মাছড়িতে সেনা ক্যাম্প বুদ্ধ ধর্মের ওপর আঘাত” ইত্যাদি।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
