বর্মাছড়িতে বিহারের জায়গায় সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে কুদুকছড়িতে পোস্টারিং

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের অন্তর্গত আর্য কল্যাণ বনবিহারের জায়গায় জোরপূর্বক সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে রাঙামাটির কুদুকছড়ি, সাপছড়ি এলাকায় পোস্টারিং করেছে বৌদ্ধ ধর্মের অনুগত স্বধর্মপ্রাণ “কুদুকছড়ি উপাসক উপাসিকা পরিষদ”।
আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫) বিকালে রাঙামটি সদর উপজেলার কুদুকছড়ি, ইউনিয়নের কুদুকছড়ি বাজার, মাওরুম কলেজ, আবাসিক, সাপছড়ি ইউনিয়নের বোধিপুর, খামার পাড়া, সাপছড়ি ,তৈমিদুংসহ বিভিন্ন এলাকায় হাতে লেখা এই প্রতিবাদী পোস্টারিং করা হয়।


হাতে লেখা এসব পোস্টারে লেখা রয়েছে “বর্মাছড়িতে বিহারের জমিতে সেনা ক্যাম্প মানি না; বর্মাছড়িতে বনবিহার ধ্বংসের ষড়যন্ত্র রুখো; “সন্ত্রাস দমন” নয়, বিহার ধ্বংস করতে সেনা ক্যাম্প; চলো, চলো, বিহার রক্ষা করতে বর্মাছড়ি চলো; সেনাবাহিনী: বর্মাছড়ি বিহার ছেড়ে চলে যাও; বর্মাছড়িতে সেনা ক্যাম্প বুদ্ধ ধর্মের ওপর আঘাত” ইত্যাদি শ্লোগান।
এছাড়া নান্যাচর উপজেলার ঘিলাছড়ি, রামহরি পাড়া, ধায্যাছড়ি, জুরাছড়ি, ১৪ মাইল, ১৮ মাইল ও বেতছড়ি এলাকায় পোস্টারিং করা হয়েছে।





সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
