বর্মাছড়িতে সেনা ক্যাম্প নির্মাণের বিরুদ্ধে সন্তু লারমার জেএসএসকে বিবৃতি দেয়ার আহ্বান উষাতন চাকমার

অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িতে আর্য কল্যাণ বনবিহারের জমি দখল করে সেনা ক্যাম্প নির্মাণের বিরুদ্ধে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) বিবৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা।
আজ শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উক্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে আহ্বান জানাচ্ছি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলাধীন বর্মাছড়ি ইউনিয়নে আর্য কল্যাণ বনবিহারের জমি বেদখল করে সেনা ক্যাম্প নির্মাণের বিরুদ্ধে একটি বিবৃতি দেয়ার জন্য।
“জেএসএস সভাপতিকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে, ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির ‘ঘ’ খণ্ডের ১৭ নং দফা মোতাবেক সীমান্ত রক্ষী বাহিনী ও ছয়টি সেনানিবাস ছাড়া সামরিক বাহনিী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার করতে বাংলাদেশ সরকার বাধ্য। কিন্তু সেটা না করে ড. ইউনূস সরকার পূর্ববর্তী সরকারের মতো নতুন করে সেনা ক্যাম্প স্থাপন করছে।
“এই অবস্থায় চুক্তি স্বাক্ষরকারী পক্ষ হিসেবে জেএসএসের দায়িত্ব হলো এই ক্যাম্প স্থাপনের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আমি আশা করি জেএসএস বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে অবিলম্বে একটি বিবৃতি দিয়ে জনগণের কাছে তার অবস্থান স্পষ্ট করবে।”
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
