বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপনের বিরুদ্ধে বিহার পরিচালনা কমিটির নিন্দা ও প্রতিবাদ

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের বর্মাছড়ি আর্যকল্যাণ বনবিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রহ্লাদ চাকমা সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সেনাবাহিনী কর্তৃক বনবিহার এলাকায় ক্যাম্প স্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫) প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “খিরাম আর্মি ক্যাম্পের মেজর সাইফুর ইসলাম (তুর্য) এর নেতৃত্বে একদল সেনা সদস্য গত কয়েকদিন যাবৎ আর্যকল্যাণ বনবিহার এর জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপনের পাঁয়তারা চালিয়ে আসছে।
“বিহার পরিচালনা কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে প্রতিবাদ ও ক্যাম্প স্থাপন না করার জন্য বলা হলেও সেনাবাহিনী কর্ণপাত করছে না।
“ক্যাম্প নির্মাণ এর উদ্দেশ্যে বিহার এলাকায় ব্যাপক সেনা উপস্থিতিতে পুণ্যার্থী ও জনসাধারণের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, স্বাভাবিক জীবনযাত্রার বিঘ্ন ঘটছে।
বর্মাছড়ি বাজারের হাটের দিনে সেনাবাহিনীরা গাড়ীঘোড়া চলতে না দেয়ায় এলাকায় সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।”
বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে, সেনাবাহিনীর এহেন আচরণে এলাকাবাসীর পক্ষ থেকে গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে বিশাল গণ সমাবেশের মাধ্যমে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের বরাবরে উক্ত এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন না করা এবং বর্মাছড়ি এলাকা হতে সেনাবাহিনী প্রত্যাহারের দাবী জানিয়েছে।
আর্যকল্যাণ বনবিহার পরিচালনা কমিটির সম্পাদক বাবুল চাকমার স্বাক্ষরে বিবৃতিটি সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
