বাঘাইছড়িতে ইউপিডিএফের দুই সদস্যকে গ্রেফতার

বাঘাইছড়ি প্রতিনিধি ।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকা থেকে ইউপিডিএফের দুই সদস্যকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (১৩ আগস্ট ২০২১) ভোররাতে বাঘাইহাট জোনের একদল সেনা সদস্য তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- কোশল চাকমা (২৮), পিতা- শান্তশীল চাকমা, গ্রাম-কজইছড়ি, বাঘাইছড়ি ইউনিয়ন ও অমর চাকমা (৪০), পিতা- দীন মোহন চাকমা, গ্রাম- বালুখালী, বঙ্গলতলী ইউনিয়ন।
জানা যায়, আজ ভোররাত আনুমানিক সাড়ে ৩টার সময় বাঘাইহাট জোনের একদল সেনা সদস্য বঙ্গলতলী গ্রামে হানা দেয়। এ সময় সেনারা উক্ত গ্রামের একটি বাড়িতে অবস্থানরত ইউপিডিএফ সদস্য কোশল চাকমা ও অমর চাকমাকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।