বাঘাইছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের বিক্ষোভ

বাঘাইছড়ি ।। খাগড়াছড়ির পানছড়িতে গুলি করে আহত অবস্থায় গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার নেতা কল্যাণ জ্যোতি চাকমাকে আটকের প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ আগস্ট ২০২১) দুপুরে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সুজন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সভাপতি রত্ন জ্যোতি চাকমা ও বিধান চাকমা প্রমুখ।
বক্তারা পানছড়িতে বিনা কারণে যুব ফোরাম নেতাদের উপর গুলিবর্ষণ ও কল্যাণ জ্যোতি চাকমাকে আটকের নিন্দা জানান।
তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনীগুলো অস্ত্রের ক্ষমতাবলে যা ইচ্ছে তাই করছে। যে কাউকে আটক করে মিথ্যা মামলায় জড়িত করা, বিনা কারণে গুলি করে মানুষ হত্যা করা, একটি সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দেয়াসহ নানা অন্যায়-অবিচার তারা করে যাচ্ছে।
বক্তারা অবিলম্বে যুব নেতা কল্যাণ জ্যোতি চাকমাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।