বাঘাইছড়িতে জেএসএস সন্তু গ্রপ কর্তৃক এক গ্রামবাসী নির্যাতনের শিকার
বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩ এপ্রিল ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৫নং বঙ্গলতলী ইউনিয়নের দুলুবন্যার ভালুকমারা গ্রামে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক এক গ্রামবাসী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গতকাল রবিবার (২ এপ্রিল ২০২৩) এ নির্যাতনের ঘটনা ঘটে বলে জানা যায়।
নির্যাতনের শিকার গ্রামবাসীর নাম বাবু চাকমা (৩৫), পিতা- মৃত বাদিচান চাকমা।
‘জাগরণ বাবু’ নামে পরিচিত সন্তু গ্রুপের কালেক্টর তাকে মারধর করে বলে স্থানীয়রা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক গ্রামবাসী এ প্রতিবেদককে জানান, বাবু চাকমার সাথে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র কমাণ্ডার ভাগ্য চাকমার দীর্ঘদিন ধরে ঝাড়ু ফুল ব্যবসার লেনদেন ছিল। টাকা লেনদেন সংক্রান্ত কোন ঝামেলার কারণে হয়তো ভাগ্য চাকমা তাদের গ্রুপের দায়িত্বরত কালেক্টর জাগরনকে দিয়ে বাবু চাকমাকে মারধর করেছে’।
উল্লেখ্য, এর আগে গত ২৪ মার্চ সন্তু গ্রুপ কর্তৃক দুলুবন্যা গ্রামে দুই গ্রামবাসী মারধরের শিকার হয়েছিলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন