বাঘাইছড়িতে তিনদিন ব্যাপী স্কুল ভিত্তিক বৃক্ষরোপন কর্মসূচি তিন সংগঠনের

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৭ জুলাই ২০২৫
“বন, বন্যপ্রাণী ও নদ-নদী বাঁচাতে এগিয়ে আসুন; বন ধ্বংস করবেন না; সেগুন নয়, পরিবেশ বান্ধব গাছ লাগান” এসব আহ্বানে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের যৌথ উদ্যোগে তিনদিন ব্যাপী স্কুল ভিত্তিক বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করেছে।
‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ উপলক্ষে আজ রবিবার (২৭ জুলাই ২০২৫) থেকে এ কর্মসূচি শুরু করা হয়েছে।
আজ সকাল ১০টা হতে সাজেক উজ্যাংছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাচলং উচ্চ বিদ্যালয় ও লক্ষীছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ চারটি বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে পরিবেশ বান্ধব গাছ ও ফলজ গাছ রোপণ করা হয়।

লক্ষীছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তার বিষয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
এতে হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক সমরিতা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরানী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির অর্থ সম্পাদক অনুপম চাকমা ও ইউপিডিএফ সংগঠক কমন চাকমা।
অপরদিকে, একই সময়ে উজ্যাংছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাচলং উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়।

এতে সংক্ষিপ্ত সভায় হিল উইমেন্স ফেডারেশন সহসাধারণ সম্পাদক তুপসি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্যোতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুখী চাকমা, উজ্যাংছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শান্তি ময় চাকমা, স্কুল কমিটির স সভাপতি মেহেন্দ্র ত্রিপুরা, সাজেক পরিবেশ রক্ষা কমিটির সদস্য নতুন জয় চাকমা, মাচলং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রেসিয়াস চাকমা।
বক্তারা প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ বান্ধব গাছ ও ফলজ গাছ রোপন করার আহ্বান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।