বাঘাইছড়িতে নিরীহ পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
সিএইচটি নিউজ ডটকম
খাগড়াছড়ি: রাঙামাটির বাঘাইড়িতে যাত্রীবাহী লঞ্চে নিরীহ পাহাড়িদের উপর সেটলার দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ২:৩০টায় পিসিপি ও যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি বাস স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পেট্রোল পাম্প এলাকায় গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য পলাশ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা।
বক্তারা হামলার নিন্দা জানিয়ে বলেন, পাহাড়িদের উপর হামলাকারী সেটলারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না নেয়ায় বার বার তারা এ ধরনের হামলা চালাচ্ছে। রাষ্ট্রীয় প্রশাসনের মদদ থাকায় হামলার পরও তারা রেহাই পেয়ে যাচ্ছে। এটা খুবই উদ্বেগজনক।
বক্তারা অবিলম্বে হামলাকারী সেটলারদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া বক্তারা মহালছড়িতে সেনাবাহিনীর সহযোগীতায় সেটলার বাঙালিরা পাহাড়িদের জায়গা বেদখল করে ঘর তৈরির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাঘাইছড়ি উপজেলা আমতলী ইউনিয়নের ছোট মাল্যার দিগোরমুখ এলাকায় রাঙামাটিগামী একটি যাত্রীবাহী লঞ্চে সেটলার বাঙালিরা হামলা চালায়। এতে তন্না চাকমা(৩২), বিনতী চাকমা (৪০),রিসিকা চাকমা(৩৬), জ্যোতিময় চাকমা (৩০) ও সিবলী কুমার চাকমা(৩০) আহত হয়।
——————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।