বাঘাইছড়িতে পাহাড়ি গ্রামে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ সভাপতির উদ্বেগ

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি উষাতন চাকমা আজ (২১ অক্টোবর, ২০২৫) এক বিবৃতিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বড় মাল্যায় পাহাড়ি গ্রামে হামলা, এক পাহাড়ির বাড়িতে অগ্নিসংযোগ ও ৯টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য চটগ্রামে সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের উপর হামলা, নারী নিযাতন, খুন, বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। একটি বিশেষ মহলের প্রত্যক্ষ মদদে এসব ঘটনা সংঘটিত হচ্ছে।
তিনি আরো বলেন, সেটলার কর্তৃক মারমা কিশোরী ধর্ষণের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছিড়র গুইমারার রামসু বাজারে সেনা-সেটলারের যৌথ হামলায় তিন জন নিহত, ৫০ জনের অধিক আহত এবং ৬০/৭০টি দোকান ও বসতবাড়ি ভস্মীভূত হয়েছে, যার বিরুদ্ধে দেশে বিদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এই হামলার রেশ কাটতে না কাটতেই আবার গতকাল (২০ অক্টোবর ২০২৫) মধ্য রাতে ভূমি বিরোধকে কেন্দ্র করে বাঘাইছড়ির বড় মাল্যায় পাহাড়িদের গ্রামে হামলা, একজনের বাড়িতে অগ্নিসংযোগ ও অন্তত ৯ জনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে, যা মোটেই কাম্য নয়।
বিবৃতিতে তিনি অবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া এবং ক্ষয়ক্ষতির শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও তাদের নিরাপত্তা বিধানের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।