বাঘাইছড়িতে সন্তু গ্রুপ কর্তৃক ১০ গ্রামবাসীর মোবাইল কেড়ে নেয়ার অভিযোগ!

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ মার্চ ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উত্তর বঙ্গলতলী এলাকা থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা অন্তত ১০ গ্রামবাসীর মোবাইল ফোন কেড়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (৫ মার্চ ২০২৫) সকাল ৮টার সময় এই মোবাইল কেড়ে নেয়ার ঘটনা ঘটে বলে জানা যায়।
যাদের মোবাইল ফোন কেড়ে নেয়া হয়েছে তারা হলেন- ১. হান্যারাম চাকমা, পিতা- ভৃগুধর চাকমা, গ্রাম- নিক্কো কার্বারী পাড়া, উত্তর বঙ্গলতলী; ২. নিখিল চাকমা (কার্বারী), পিতা- শান্তি বিহারী চাকমা, গ্রাম-উত্তর বঙ্গলতলী; ৩. এলি চাকমা, স্বামী- নিখিল চাকমা; ৪. হেমা চাকমা, স্বামী-বিপ্লব চাকমা; ৫. অর্পিন চাকমা, পিতা- অভিন চাকমা; ৬. নমতা চাকমা, স্বামী- লুসনমনি চাকমা, গ্রাম- জেসমিন কার্বারী পাড়া; ৭. গীতা চাকমা, স্বামী- সোনামণি চাকমা, গ্রাম- মিতু কার্বারী পাড়া; ৮. লেন্ড চাকমা, পিতা- অমেষ চাকমা; ৯. লেন্ড চাকমার স্ত্রী ও ১০. মিলে চাকমা, স্বামী- শান্তিময় চাকমা। উক্ত ১০ গ্রামবাসীর প্রত্যেকের কাছ থেকে ১টি করে মোট ১০টি মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা।
উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ দুপুর ২টার সময় ভালুকমাজ্জি এলাকা থেকে ভাগ্য চাকমা ও মিটন চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের ৩৫ জনের একদল সশস্ত্র সদস্য উত্তর বঙ্গলতুলি ও উত্তর বি ব্লক এলাকায় এসে গণ্যমান্য মুরব্বীদের ডেকে নানা হুমকি প্রদান করে। এতে তারা মুরুব্বীদেরকে ইউপিডিএফকে কোন প্রকার তথ্য না দেওয়া ও ইউপিডিএফের সভা সমাবেশ, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করা যাবে না বলে নির্দেশ প্রদান করে।
বর্তমানে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা উত্তর বঙ্গলতুলি ও উত্তর বি ব্লক এলাকায় অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের হুমকি-ধমকি ও সশস্ত্র অবস্থানের ফলে স্থানীয় এলাকার জনগণ আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।