বাঘাইছড়িতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাঘাইহাটে সড়ক অবরোধ চলছে

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৮ জুন ২০২৪
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক নির্বাচনী এজেন্টদের হুমকি প্রদান ও নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর জন্য ঠ্যাঙাড়েদের বাঘাইহাটে সশস্ত্রভাবে অবস্থানের প্রতিবাদে এবং বাঘাইহাট থেকে তাদেরকে গ্রেফতারসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে মাজলং নির্বাচন পরিচালনা কমিটির ডাকে আজ শনিবার (৮ জুন ২০২৪) সাজেক ইউনিয়নের বাঘাইহাটে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। ইউপিডিএফের বাঘাইহাট ইউনিট এ অবরোধের পূর্ণ সমর্থন জানিয়েছে।
বাঘাইহাট বাজার ও এর সংযোগ সড়কগুলোতে এবং বাঘাইহাট – রুইলুই পর্যটন সড়কে এ অবরোধ পালিত হচ্ছে।
অবরোধের সমর্থনে আজ সকাল ৬ টা থেকে বাঘাইহাট বাজারের সংযোগ সড়কসহ বাঘাইহাট – রুইলুই পর্যটন সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটাররা পিকেটিং করছে। অবরোধে নারীরাও রাস্তায় নেমেছেন। ফলে এসব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগামীকাল ৯ জুন বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য গতকাল (শুক্রবার) দুপুর ১:৩০টার দিকে তিনটি বড় মাইক্রোবাসে করে এসে ৫০ জনের মতো ঠ্যাঙাড়ে সন্ত্রাসী বাঘাইহাট বাজারের বাঘাইহাট কেপিএম-এর পরিত্যক্ত অফিসে সশস্ত্রভাবে অবস্থান নেয়। খাগড়াছড়ি ও দীঘিনালা থেকে সেনাবাহিনীর স্কটে তাদেরকে সেখানে নিয়ে আসা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া কয়েকদিন আগে থেকে সন্ত্রাসীরা চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি দিয়ে আসছে। এর প্রতিবাদে ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মাজলং নির্বাচন পরিচালনা কমিটি এই অবরোধ কর্মসূচি পালন করছে।
মাজলং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিপুল চাকমা গতকাল (শুক্রবার) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না। তাই প্রশাসনকে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।