বাঘাইছড়িতে সেটলার কর্তৃক শিক্ষার্থীদের গ্রাফিতি আঁকতে বাধা দেয়ার অভিযোগ

গ্রাফিতি আঁকতে শিক্ষার্থীদের বাধা দিচ্ছে সেটলার বাঙালিরা। ছবি ভিডিও থেকে নেওয়া
বাঘাইছড়ি, রাঙামাটি
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
রাঙামাটির বাঘাইছড়িতে শিক্ষার্থীদেরকে গ্রাফিতি আঁকতে সেটলার বাঙালিরা বাধা প্রদান করেছে বলে খবর পাওয়া গেছে।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৩ আগস্ট ২০২৪) সকাল ১০টার সময় শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকার জন্য কাচলং সরকারি কলেজ মাঠে জড়ো হর। এরপর তারা গ্রাফিতি আঁকা শুরু করলে সেটলার বাঙালিরা তাদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে গিয়ে কাচলং ব্রিজের দিকে গ্রাফিতি আঁকতে গেলে সেখানেও সেটলাররা গিয়ে বাধা প্রদান করে। এতে উভয়ের মধ্যে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়।
বাধাদানকারীদের মধ্যে মহিউদ্দিন, খোরশেদ, নুরুল ইসলামকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে রহমত উল্লাহ খাজা নামে একজনের নেতৃত্বে এই বাধাদানের ঘটনা ঘটছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।