বাঘাইছড়িতে সেটলার বাঙালি কর্তৃক ২ জুম্ম জেলেকে মারধর

বাঘাইছড়ি ।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩০নং সারোয়াতুলি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নবপেরাছড়া এলাকায় সেটলার বাঙালিরা দুই জুম্ম জেলেকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি ২০২২) দুপুরে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার হওয়া দুই জেলে হলেন- বিন্দাবাঁশি চাকমা (৩২) ও নৌকা আলি চাকমা (৩৮)। তারা উভয়েই নবপেরাছড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২ টার সময় ৩০নং বাঘাইছড়ি উপজেলার সারোয়াতুলি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নবপেরাছড়ায় জুম্মদের মাছ ধরার নির্ধারিত স্থানে সেটলাররা জাল ফেললে তাতে জুম্মরা বাধা দেয়। এতে সেটলাররা ক্ষিপ্ত হয়ে উক্ত দুই জুম্ম জেলের ওপর হামলে পড়ে মারধর করে।
হামলাকারী সেটলাররা হলেন- লংগদু থানার গুলশাখালী গ্রামের বাসিন্দার রফিকুল ইসলাম(৩৫) পিতা—বুরুস আলী; সফিকুল ইসলাম(৩১) পিতা—বুরুস আলী; জালাল উদ্দিন(৩৭) পিতা— ইউসুফ আলী। এছাড়া এ ঘটনায় রফিকুল ইসলাম(৩৫), সফিকুল ইসলাম(৩১), জালাল উদ্দিন(৩৭) সহ আরও কয়েকজন সেটেলার বাঙালি সংশ্লিষ্ট ছিল বলে জানা গেছে।
উক্ত ঘটনায় নবপেরাছড়ায় জুম্মদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
(তথ্য সূত্র : হিল ভয়েস )
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন