বাঘাইছড়ির দুই স্থানে ডিওয়াইএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাঘাইছড়িড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ও সাজেক ইউনিয়নে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“জাতীয় অস্তিত্ব রক্ষার আন্দোলনে সামিল হোন, লড়াই সংগ্রাম জোরদার করুন” এই আহ্বানে আজ শুক্রবার (৫ এপ্রিল ২০২৪) উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

দুপুর ১:০০টায় বঙ্গলতলিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য রত্ন জ্যোতি চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সস্য অর্পণা চাকমা। সভা সঞ্চালনা করেন যুব নেতা সোহেল চাকমা।
সভা শুরুতে শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, ইউপিডিএফের নেতৃত্বে গণতান্ত্রিক যুব ফোরাম সংবিধানে সকল জাতিসত্তার স্বীকৃতি, ভূমি অধিকার, তেল-গ্যাসসহ খনিজ সম্পদ রক্ষা, সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসন, সেনাশাসন প্রত্যাহারসহ পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে দাবিতে এবং অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। জাতীয় অস্তিত্ব রক্ষার্থে যুব সমাজকে এই আন্দোলনে সামিল হতে হবে।
তিনি পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি ও পুর্ণস্বায়ত্তশাসন দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অপরদিকে সাজেকে অনুষ্ঠিত আলোচনা সভায় ডিওয়াইএফের সাজেক থানা শাখার সভাপতি ইংগেছ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শান্তি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক রুপেশ চাকমা, পিসিপির কেন্দ্রয় সাংগঠনক সম্পাদক শুভাশীষ চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি অমিতা চাকমা, পিসিপি বাঘাইছড়ি উপজেলা সভাপতি কিরণ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশাখা চাকমা ও ডিওয়াইএফের সাজেক থানা শাখার অর্থ সম্পাদক সুমন চাকমা।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।